শোকে কাতর দেশ আর আনন্দে লাফাচ্ছে বেহায়া প্রথম আলো! আসুন বর্জন করি কটকটে হলুদ প্রথম আলো।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৬ এপ্রিল, ২০১৩, ১১:৪৩:০০ রাত
সাভারের ঘটনায় জাতি চরম শোকাহত। এর আগেও স্প্রেকটাম ধসে ছিলো তখন এতো চ্যানেল ছিলনা এত ডিস কানেকশন ছিলনা। সাভারের ঘটনা অতি দ্রুত দেশ ব্যাপি ছড়িয়ে পড়েছে। ডোয়িং রুমে টিভি সেটের সামনে কাদছে অনেক পরিবার। আমার ঘরে দুদিন ধরে নিউজ ছাড়া কিছু চলছে না। ডোয়িং রুমে নিরবে অশ্রু ফেলছি সবাই।
এমন চরম যন্ত্রনার সময়ে কিছু মানুষের আচরণ কথা বার্তা আমাদের বিস্মিত করছে।
বিস্মিত হয়েছি প্রথম আলো নামের পত্রিকাটির নাচ গানের রঙিন অনুষ্ঠান আয়োজন দেখে। এখনু মৃত্যু কুপ থেকে ভেসে আসছে বাচার আকুতি, এখনও মিনতি করে আমার ভাইবোনরা বলছে আমাদের বাচান, আমরা বাচতে চাই। আকুতি জানাতে জানাতে একসময় মৃত্যুর কাছে অসহয় আত্মসমার্পন করছে।
টিভিতে সেই সব দৃশ্য সারা রাত জেগে দেখছে মানুষ। এমন শোকের সময় মগা আলমগীরের ঝাকুনি ত্বত্তর মত প্রথম আলো নাচ গানের আয়োজন করেছে। সেখানে উদ্দ্যেম নাচ গান হয়েছে। শোকের পরিবেশে এমন নিলজ্জ বেহাপনাকে ভালো চোখে দেখেনি আমারদেশের শোকাহত আম জনতা।
তাই এই ঘটনায় ফেসবুক, ব্লগে নিন্দার ঝড় উঠেছে। যেসব আভিনয় শিল্পী ওখানে চামড়া প্রদর্শন করে উপার্জন করেছে , দাঁত কেলিয়েছে তাদের ঘৃর্না জানানোর ভাষা আমাদের কাছে নেই।
বদলে যাও, বদলে দাও ! সহ নানান সময়ে নানান চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রথম আলো এমন একটা ইমেজ প্রতিষ্ঠা করেছে যাতে মনে হবে তারাই সত্যি কারের দেশ দরদি!
কিন্তু এই জাতির কোন বিপদেই প্রথম আলোকে ভালো কোন ভূমিকা নিতে আমরা দেখিনি। বরং তারা কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেছে অব্যাহত ভাবে।
১/১১ এর সৃষ্টিকারী প্রথম আলো দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করেছিলো। দুই নেত্রীকে মাইনাস করার ফর্মূলা মতি মিয়াই দিয়ে ছিলো। জাতি তা ভুলে যায়নি।
প্রথম আলো ইনডিয়ার র দ্বারা চালিত বলে অনেকেই অভিযোগ করেছে, বিভিন্ন সময়ে অবশ্য প্রথম আলো তার প্রমানও করেছে। তাদের দেশ বিরোধী কার্যক্রম এর দ্বারা।
প্রথম আলো কয়েক জন বুদ্ধিজীবীকে কিনে ফেলেছেন, যারা ভেকধারী সুশীল ! এরা তাদের কলম দিয়ে এমন সুচতুর ভাবে আমাদের ধর্ম কালচারের বিরুদ্ধে প্রচারণা করে যাচ্ছে যে তা সহজে বোঝাও যাচ্ছে না। তারা এমন সব কালচার নিয়ে আসছে যা আমাদের শত বছরের ঐতিহ্যর সাথে বেমানান। বিভিন্ন ইনডিয়ান কালচার সুকৌসলে এই দেশে তারা প্রবেশ করিয়েছে। কৌসলে বেহাপনা শেখাচ্ছে ।
নানান সময়ে প্রথম আলোর হলুদ সাংবাদিকতার শিকার হচ্ছে অনেকেই। প্রথম আলো ব্লাকমেইল করছে অনেক রাজনৈতীক নেতাকে। তাই সংসদে বসে সরকারী দল অনেক সমালোচনা করলেও পরবত্তিতে চুপশে গেছেন সরকার।
ইসলাম ধর্মের বিরুদ্ধে তাদের প্রচারণা অব্যাহত আছে শুরু থেকেই। আফসোস এত কুকর্ম করার পরও আমার অনেক তরুণ বন্ধুরাই টাকা দিয়ে এই মতলববাজ পত্রিকাটি কিনে যাচ্ছেন।
আমি জানি কারো ব্যাক্তিগত পছন্দে হাত দেওয়া ঠিক না। তারপরও বলবো আসুন হলুদ প্রথম আলো বর্জন করি।
দেশ বিরোধী আমাদের শত বছরের ঐতিহ্য বিরোধী কটকটে হলুদ এই পত্রিকাটিকে বর্জন করি।
Click this link
বিষয়: বিবিধ
২৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন