রাশিয়া থেকে অস্ত্র কেনা হয়েছে, বিসাক্ত স্প্রে কেনা হয়েছে, কিন্তু মানুষকে রক্ষার কিছু কেনা হয়নি..

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৬ এপ্রিল, ২০১৩, ১২:৫৮:৩৩ রাত

কয়েকদিন আগে রাশিয়া থেকে প্রচুর পরিমানে গোলা বারুদ যুদ্ধ বিমান মরনাস্ত্র কিনেছে সরকার। প্রধান মন্ত্রী তার পরিবার সহ রাশিয়ার প্রেসিডেন্টের সাথে হাস্যজ্বল ছবির পোজ দিয়েছিলেন।

পত্রিকায় অস্ত্র কেনার ফলে কিকি লাভ হয়েছে তার বয়ান শুনেছি।

বিসাক্ত স্প্রে কেনা হয়েছে।

মানুষকে হত্যা করার জন্য সরকার ভীষণ রকম প্রস্তুত। কিন্তু এই জাতির আজ চরম দুঃভাগ্য একটি মাত্র ভবন ধসের পর তার ভেতরে আটকে পড়া মানুষকে বাচানোর প্রযাপ্ত সরঞ্জাম আমাদের হাতে নেই।

রাষ্ট্রর কাছে ড্রিল মেশিন নেই, কাটার নেই, টর্চ নেই, অক্সিজেন নেই।

ভবনের ভেতর থেকে আহাজারী ভেষে আসছে।

পচা লাশের গন্ধের সাথে কেউ কেউ ক্ষিন কণ্ঠে বাচার আহব্বান জানাচ্ছে। অসহয় টিভি সাংবাদিকরা তাদের সান্তনা দিচ্ছে।

আর কত অপেক্ষা করবে তারা !

মৃত্যুর খুব কাছে থেকে তারা আকুতি জানালেও হাসিনা সরকার পারেনি এই ভয়াবহ হত্যাণ্ডের ৪০ ঘন্টা পরও উদ্ধার করতে।

ফেসবুকে টিভি পর্দায় সবর্ত্র সাধারণ মানুষ আকুতি করছে কিন্তু সরকার নির্বিকার।

যে কয়জন মানুষ উদ্ভার করা হয়েছে তার বেশির ভাগই উদ্ধার হয়েছে অদক্ষ আম জনতার মাধ্যেমে।

সেনা বা সরকারী কোন বাহিনিকে আন্তরিক বলে মনে করছেনা ওখানে উপস্থিত জনতা।

সরকার এর প্রধান বরং সংসদে দাড়িয়ে মিথ্যাচারে ব্যস্ত। খুনি রানা তাদের নয় বলে কিছু কাগজ পত্র হাসিনা সংসদে উপস্থাপন করছেন।

চরম হাস্যকর!

জাতি রানাকে চেনে , চিনে হাসিনাকেও তাই তারা এসব নিয়ে আর কোন কৌতুকে জড়াতে চাইছে না।

তারা চাইছে তাদের স্বজনদের উদ্ভার করা হোক।

তাজরিন ফ্যাশন স্পেকটাম সহ এরকম হত্যা কাণ্ড চললেও সরকার গুলি নিবিকার।

গরীব মানুষ যেন মানুষই নয়।

রাষ্ট্র বলে চার হাজার কোটি টাকা কোন টাকা নয়! তাহলে জানতে চাই ফায়ার সরঞ্জাম কিনতে কত টাকা লাগে?

নাকি মন্ত্রীরা এখানে ঘুষ বা কমিশন পযাপ্ত নয় বলে এগুলো কিনছে না?

আমরা রাশিয়ার পুরাতন বিমান চালাতে পারবো কিনা জানিনা। কোন দেশের সাথে যুদ্ধ করবো তাও জানিনা। তারপরও ফালতু গোলা বারুদ কিনে জমিয়ে রাখছি কিন্তু দুঃঘটনার জন্য কোন কিছুই করছিনা!

জাতি হিসেবে আসলেই আমরা বেজন্মা হয়েগেছি।

অপ্রয়োজনীয় সব কথা বলে যাচ্ছে মন্ত্রীরা। ঝাকি দিয়ে ভবন ফেলে দেওয়ার মত হাস্যকর কথা বলছে ।

আসলে কতটা নিলজ্জ হয়ে গেছি আমরা তা অনুধাবন করতে পারছিনা।

সরকার কমাণ্ড স্টাইলে পত্রিকার সম্পাদককে গ্রেফতার করতে পারলেও খুনি রানাকে পালিয়ে যেতে সাহায্য করে। কে জানে হয়ত রানা সরকারের কোন মন্ত্রীর বাসায় বসে আছে।

এই দেশে ক্ষমতায় থাকলে সবি সম্ভব।

পরিশেষে সরকারের কাছে অনুরোধ অস্ত্র নয় বরং মানুষকে রক্ষার সরঞ্জাম কিনুন। হয়ত তাতে কমিশন কম পাবেন। কিন্তু মানুষকে রক্ষা না করলে কে দিবে আপনাদের ভোট?

আমরা চোদনা আবুলরা বেচে না থাকলে ভোদাই এর মত কারা আবার ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় বসাবে?

বিষয়: বিবিধ

১৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File