এই খুনের পিছনে দায়ী যুবলীগ নেতা রানার বিচার কোন দিনই হবেনা। কারন ইতিহাস বলে আওমীলীগ কখনোই তার নিজ দলের কর্মীদের বিচার করেনা।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৪ এপ্রিল, ২০১৩, ০৩:৪০:২০ দুপুর



সারীবদ্ধ লাশ, নারী পুরুষের কোন ভেদাভেদ নেই। ঘুমিয়ে পড়েছে মানুষ গুলো। ওরা আর জেগে উঠবেনা, ফিরে যাবেনা মায়ের কাছে নিজের সন্তানের কাছে। মৃত্যু বড় বেশি যন্ত্রনার হয় কিন্তু এই রকম নরহত্যার কেমন হয়? এরা কেউ এই ভবনে ঢুকতে চায়নি।

কেউ আজ কাজ করতে চায়নি। কিন্তু লাঠি হাতে মালিক পক্ষ তাদের দাবড়িয়ে এই মৃত্যু গুহায় প্রবেশ করিয়েছে।

রানা প্লাজার মালিক যুবলীগ করেন বলেই গতকাল ভবন ফেটে গেলেও প্রশাসন তালা ঝুলাতে পারেনি এই ভবনে। বেসরকারী টিভি চ্যানেল গুলি নিউজ করলেও তাতে ঘুম ভাঙ্গেনি হাসিনার।

রাজনীতির জন্য যে লাশ চাই তার। সেই লাশের মিছিল হচ্ছে সাভারে। আকাশ বাতাশ ভারী করে গগন বিদারী কান্নায় ভেংঙে পড়ছে স্বজনেরা।

চোখে অশ্রু নিয়ে টিভি ক্যামেরা তা লাইফ দেখাছে। তাজরিন ফ্যাশন থেকে ও এরকম লাশ দেখেছি। স্পেকট্রামও ধশে পড়ে ছিলো, আর ছোট খাটো আগুনতো প্রায়ই লাগছে। কি হচ্ছে?

কিছুই করছেনা সরকার। বরং তাদের পৃষ্টপোষকতায় চলছে হত্যাকাণ্ড।

গরীব মানুষ গুলোর আহাজারী কারো কর্ণ কুহুরেই প্রবেশ করছে না। যারা এরকম নিম্ন মানের ভবন তৈরী করে তাদের বিচারও হবেনা কোন দিন।

এই দেশের মানুষ গুলোর জীবন বড় বেশি সস্তা হয়ে গেছে আজকাল না হলে একজন প্রকৌশলী গতকাল যখন রানা প্লাজা বন্ধ করতে বরলো তখন কেন তা সিল গালা করা হলোনা?

আমাদের করিৎকর্মা স্বরাষ্ট্র মন্ত্রী আজ বলছেন ভবন নিমার্ণে নাকি ত্রুটি ছিল!

সবিনয় জ্ঞিগাসা জনাব মন্ত্রী এটা দেখার দ্বায়িত্ব কার ছিল? কোন মন্ত্রালয় এটা দেখভাল করার কথা?

আপনিই বা কার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন?

খুনি ভবন মালিক যে আপনার দলের লোক! ইতিহাস বলে আওমীলীগ কখনোই তার নিজ দলের কর্মীদের বিচার করেনা।

এবারো করবে না।

এই হত্ভাগ্য দের মত চট্রগ্রামেও ফ্লাইওভার ভেঙে পড়ে বেশ কিছু মানুষ খুন হয়ে ছিলো। ফ্লাইওভারের ঠিকাদার আওমীলীগ এর নেতা ছিলো বলেই তাকে সরকার ছাড় দিয়েছে।

অতএব মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভান্ত করার অপচেষ্ঠা ছাড়া কিছুনা ।

এই পযন্ত ১০০০ এর বেশি আহত উদ্ভার করা হয়েছে। সাংবাদিকদের প্রবেশে কড়াকরি আরোপ করা হয়েছে। সত্যী কত মানুষ নিহত হয়েছে তা হয়ত কোন দিনই জানা যাবেনা। গুম হয়ে যাবে অনেক লাশ।

তারপরও মনে প্রাণে দোয়া করছি পরম করুণাময় আল্লাহ তুমি নিহত সকলকে জান্নাত দিয়ো, আহতদের সুস্থ কর দিও। প্রতিটি লাশ যেনতার স্বজনের কাছে পৌছায় এই ব্যবস্থা করিও।

এই শোক বইবার ক্শতা দিও।

আরেকটি অনুরোধ যারা আশে পাশে আছেন দয়া করে হাসপাতালে গিয়ে এক ব্যাগ রক্ত দিন।

সাভার এনাম হাসপাতালে রক্ত দিতে যোগাযোগ করুন মোবাইল: ০১৬৮১২১২৭৭৭ ও ০২-৭৭৪৩৭৭৮-৮২ নম্বরে।

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File