তৈলবাজ অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এরকাপড় খুলে দিলো হিউম্যান রাইটস ওয়াচ
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৩ এপ্রিল, ২০১৩, ০৮:৪৪:০১ সকাল
আমাদের অ্যার্টনি জেনারেল তৈলবাজ মাহবুব আলম কে ভৎসনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
তারা বলেছেন, মাহবুবু এর আচরণ দ্বাস সুলভ,তিনি কিছুতেই এই পদের যোগ্য নন!
হিউম্যান রাইটস ওয়াচ বিস্ময় প্রকাশ করে বলেছে যেই ব্যাক্তি আইন সর্ম্পকে জানেনা তাকে এই পদে কেন বসানো হয়েছে?
নিউজ টা পড়ে হাসলাম। কেননা হিউম্যান রাইটস ওয়াচ জানেনা যে দেশে নোবেল যদি পেতে হয় সেটা পেতে পারে একমাত্র জননেত্রী হাসিনা..এমন একটা উক্তি করে ছিলেন মাহবুবু। তার শরীর থেকে ড্রামে ড্রামে থেল গড়িয়ে পড়ে। হাসিনাকে এমন তেল আর কজনাই বা দিতে পারে?
ডঃ ইউনুস আর খালেদার বাড়ির মামলা নিয়ে মাহবুব আলম যা করেছে এর বিচার নিশ্চয় করা হবে। দেশের সবর্চ্চ্যে আইনি পদে বসে উনি যেই ভাবে মাহমুদুর রহমান সহ সব গুলো হয়রানি মামলায় নিজে উপস্থিত থেকে আদালতকে প্রভাবিত করেন তা চরম দৃষ্টিকটু।
মাহবুব আলম একজন সত্যিকারের চামচা, হিউম্যান রাইটস সেটাই বলেছে যা দেশবাসি আগেই জানে। এই সরকার আদালতকে যতটা জাহান্নামে নিয়েছে সেখান থেকে বিচার ব্যাবস্থা উঠতে পারবে বলে মনে হয় হয়না।
বিষয়: বিবিধ
১৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন