মাহমুদ ভাই দয়া করে তুমি অনশন ভেংঙে ফেলো। এই হায়নাদের কাছে কি চাও তুমি? সরকারতো তোমার মৃত্যুই চায়। তুমি চলে গেলে কে লিখবে আমাদের জন্য? জেগে উঠো ভাই আমার।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২১ এপ্রিল, ২০১৩, ০৯:৫৪:৪৬ সকাল





আমাদের সবার প্রিয় ,সময়ের সাহসি সন্তান মাহমুদ ভাই আপনাকে লাল স্যালুট। গত চার পাচ বছর ধরে আপনার লেখা নিয়মিত পড়ছি। পড়ছি আপনার সম্পাদনায় প্রকাশিত দৈনিক আমার দেশ।

আপনার মতবাদ চিন্তা চেতণার সাথে নিজের ভাবনা মিলে যাওয়ায় একটা তীব্র ভালোবাসা আপনার জন্য জন্ম হয়েছে। সেই ভালোবাসার জন্যই সবর্দা আপনার মঙ্গল চাইছি। আপনার ভালো চাইছি।

গতরাতে জানলাম আপনার শরীররের অবস্থা খুবই খারাপ নলদিয়ে ডাক্তার খাবার দিতে চাইলেও আপনি তা গ্রহন করছেন না। জানলাম আপনার হৃদপিণ্ডের পালস অর্ধেকে নেমে এসেছে, কণ্ঠস্বরও বেশ ক্ষীণ হয়ে গেছে...।

এসব পড়ে চোখে জ্বল ধরে রাখা কঠিণ। এমনটা আমরা চাইনি। আমরা চাইনি আমাদের কথা বলতে গিয়ে আপনাকে এতটা জুলুম সহ্য করতে হবে।

এই ভাবে চললে হয়ত আপনাকে প্রাণ হারতে হবে।

আমার দাবী আপনি আত্মহত্যার পথ থেকে সরে আসুন।ইসলাম কখনোই এটা সার্পোট করেনা।

যারা আপনার মায়ের নামে মামলা করেছে তারা কাপুরুষ। প্রতিটি সমাজেই কিছু বেজন্মা থাকে, কিছু নরকরে কিট থাকে। সরকারে ভেতরেও আছে যারা আপনার মায়ের নামে মামলা করেছে।

এদের ঘৃর্না জানানোর ভাষা আমাদের নেই।

সময় নিশ্চয় হায়েনাদের বিচার করবে।

কিন্তু আপনার কিছু হয়ে গেলে জাতি হারাবে সূর্য সন্তানকে।

আমরা কোথায় পাব এমন বীরকে। কে লিখবে আমাদের কথা?

তাই আপনি অভিমান ভুলে যান, এই সরকারের কাছে কিছু চাওয়া পাওয়ার নেই আমাদের।

নিশ্চয় বেজন্মা সরকারের পতন হবে।

মিথ্যার ভরাডুবি হবে জয় হবে সত্যর , জয় হবে সাহসী মাহমুদুর রহমানের।

ভাই আমার অভিমান ভুলে কিছু খেয়ে আমাদের কষ্ট কমাও। আমরা চাই তুমি বেচে থাকো। সত্যর পক্ষে শেষ বাতিটি নিভে গেলে আধারে হারাবো আমরা।

বিষয়: বিবিধ

১৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File