ডিজিটাল শহর ঢাকা
লিখেছেন লিখেছেন লেলিন ১৩ জানুয়ারি, ২০১৩, ০৩:২৬:৫০ দুপুর
ডিজিটাল শহর ঢাকা
স্নেহ মায়া আবেগের ঘর ফাঁকা ।
ডিজিটাল শহর ঢাকা
মানুষ নয় যেন যন্ত্র স বাই
যে যার মত ছুটছে, টাকাই যেন ধরছে।
কোথাও নেই একটু স্বস্তি ,
পার্কগুলোতেও শুধু কাকের ডাক কা কা ।
ডিজিটাল শহর ঢাকা
পার্কে যারা ছুটে যায় স্বস্তি পেতে,
ঘৃণা আর কষ্ট নিয়ে ফিরে আসে
মাদক সেবক, ছিনতাই আর
ঝোপে-ঝারে টিনএজদের দেখে।
কান করে ভঁন ভঁন,
এ শহরের যানবাহন
অকারণে বাজায় হর্ন ।
পথ চলতে যানজট
দীর্ঘ সময় করতে হয় ছটপট।
এ শহরের বিল্ডিঙগুলো সাজানো নয় ,
একেবারে এলোমেলো অপরিকল্পিত ভাবে বানানো ।
নেই একটুখানি ফাঁকা।
এ হলো ডিজিটাল শহর ঢাকা।
এ শহরে জীবন বাঁচানোর পানি,
তা নিয়েও টানাটানি
একগ্লাস এক টাকা,
তাও আবার জীবাণুর আশঙ্কা ।
মানুষে মানুষে নেই বন্ধন ,
একটুতেই লেগে যায় ক্রন্দন ।
এ কেমন ডিজিটাল শহর ভাই ?
ভাবছি এখন তাই ..............
বিষয়: সাহিত্য
১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন