যা পাখি

লিখেছেন লিখেছেন লেলিন ১০ মার্চ, ২০১৩, ১২:৩৫:১২ রাত



ওরে ময়না পাখি !

মোর প্রিয়ার বুঝি ভেঁজেছে দুটি আঁখি

আয়না তারে একবার দেখি

সে কেমন আছে, কিভাবে আছে ।

যে প্রিয়া মোরে একদিন না দেখিলে, না বলিলে কথা

কেঁদে কেঁদে বন্যা নামাতো

শ্রোত যেত তার বুকের উপর দিয়ে ।

আয়না তারে একবার দেখি

সে কেমন আছে, কিভাবে আছে ।

মোর লাজুক প্রিয়া কাছে পাবার ব্যাকুলতায়

আছে বুঝি পথপানে চেয়ে

ওরে ময়না পাখি যা না করিসনা আর দেরি ।

তার উঠানের ঐ জাম গাছটাতে বসে

আয়না গানে গানে মোর খবরটা দিয়ে।

তুই গেলে গানে গানে বলে এলে

মোর প্রিয়া ছাড়া কেউ পাবেনা'ক টের

প্রিয়া সান্তনা পাবে অজানা রবে সকলের ।

সে যে মোর অবুঝ প্রিয়া

তারে বোঝান যায়না কোন কিছুই দিয়া

রেখেছে এ মনটারে প্রেমডোরে বান্দিয়া

আয়না তারে মোর কথা বলিয়া সান্তনা দিয়া ।

যা, করিস না আর দেরি

মোর অবুঝ প্রিয়া খাওয়া দাওয়া দিয়েছে বুঝি ছেড়ে।

সে যে বড্ড জেদি প্রিয়া,

খাবেন নেবেনা না দেখিলে মোরে ।

মোর উদাস প্রিয়ার আঁখিতে বুঝি

আসে না আর ঘুম রাত্রি হলে

নিল জ্যোৎস্নায় সে স্বপ্ন আঁকে আঁখি মেলে ।

ওরে ময়না পাখি

মোর খবর দিয়ে তার খবর নিয়ে

আসিয় তারাতারি

তারি বিরহে মনটা বড্ড ভারি ।

বিষয়: সাহিত্য

১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File