ভেজা হৃদয় (কবিতা)
লিখেছেন লিখেছেন লেলিন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৪:৩০ বিকাল
ও বাতাস.........
কেন তুমি থেমে গেলে।
ও আকাশ.........
কেন তুমি বৃষ্টি ঝরালে।
আমার এ হৃদয়ে তার কথা জাগালে।
সে যে কাছে নেই,আছে দু’নয়নের আড়ালে।
ও কোকিল.........
গানে গানে তারি কথা বল কেন ঘুরে ফিরে।
তার শূন্যতায় হৃদয় যে যায় ছিঁড়ে ।
গেছে সে! আসবে আবার ফিরে
আমার এ হৃদয় নীড়ে।
ও বাতাস.........
কেন তুমি থেমে গেলে।
যেখানেই যাক সে,
বয়ে আনো সুবাস তার আমার তরে।
ও আকাশ.........
কেন তুমি বৃষ্টি ঝরালে।
তার পরশ যে লেগে আছে
আমার এ সারা দেহে।
সবই তো ধুয়ে যেতে পারে বৃষ্টি লেগে।
ও বাতাস.........
কেন তুমি থেমে গেলে।
ও আকাশ.........
কেন তুমি বৃষ্টি ঝরালে।
আমার এ হৃদয়ে তার কথা জাগালে।
বিষয়: সাহিত্য
১৩৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন