ভেজা হৃদয় (কবিতা)

লিখেছেন লিখেছেন লেলিন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৪:৩০ বিকাল



ও বাতাস.........

কেন তুমি থেমে গেলে।

ও আকাশ.........

কেন তুমি বৃষ্টি ঝরালে।

আমার এ হৃদয়ে তার কথা জাগালে।

সে যে কাছে নেই,আছে দু’নয়নের আড়ালে।

ও কোকিল.........

গানে গানে তারি কথা বল কেন ঘুরে ফিরে।

তার শূন্যতায় হৃদয় যে যায় ছিঁড়ে ।

গেছে সে! আসবে আবার ফিরে

আমার এ হৃদয় নীড়ে।

ও বাতাস.........

কেন তুমি থেমে গেলে।

যেখানেই যাক সে,

বয়ে আনো সুবাস তার আমার তরে।

ও আকাশ.........

কেন তুমি বৃষ্টি ঝরালে।

তার পরশ যে লেগে আছে

আমার এ সারা দেহে।

সবই তো ধুয়ে যেতে পারে বৃষ্টি লেগে।

ও বাতাস.........

কেন তুমি থেমে গেলে।

ও আকাশ.........

কেন তুমি বৃষ্টি ঝরালে।

আমার এ হৃদয়ে তার কথা জাগালে।

বিষয়: সাহিত্য

১৩৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267167
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
ফেরারী মন লিখেছেন : ভাল্লাগলো ..... সুন্দর সুন্দর Thumbs Up Thumbs Up Rose Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৭
210935
লেলিন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন
298729
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০৪
কাঁচের বালি লিখেছেন : সুবাতাসেরা আসে না.....ভালো লেগেছে কবিতা।
০৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৮
241997
লেলিন লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File