অসুস্থ দেহ
লিখেছেন লিখেছেন লেলিন ২৭ মার্চ, ২০১৪, ১২:৩৫:০২ দুপুর
অনুভূতি নেই, কল্পনা শক্তি নেই,
সবি খেয়ে ফেলেছে ইনজেকশনের সিরিঞ্জ।
আস্ত দেহ, এক সিরিঞ্জই নিস্তেজ। অতঃপর,
নিথর দেহ, লাশের মত বিছানায় পড়ে থাকা।
কোন অনুভূতি নেই, কল্পনা শক্তি নেই।
বেয়াড়া অসুখ,
আমাকে কিংবা ডাক্তারকেও বুঝতে দেয়না।
কি নাম এ অসুখের, কেনইবা এ অসুস্থতা,
সময়-অসময় না বুঝেই মৃত্যু ফাঁদ পাতে।
সে কি তীব্র যন্ত্রণা আর বুক ফাটা ব্যাথায় ছটপটানি,
যেন নাড়ী-ভূড়ী বেড়িয়ে যাবার উপক্রম।
বহুবার বেঁচে গেছি, এবারো বুঝি বেঁচে গেলাম।
মৃত্যু ফাঁদ থেকে ফিরে এলাম।
অনেকেই চেয়ে চেয়ে দেখল।
সুহৃদরা এগিয়ে এলো,
ডাক্তার দেখাল। আস্ত দেহ,
ইনজেকশনের সিরিঞ্জ নিস্তেজ করে দিল।
এখন বিছানায় পড়ে আছি,
ব্যাথা নেই, জ্বর আছে।
কোন অনুভূতি নেই, কল্পনা শক্তি নেই,
ইনজেকশনের সিরিঞ্জ সবই খেয়ে ফেলেছে।
তবে অসুখ সারাবার পরিচর্যার অভাব নেই।
মনে হচ্ছে এবারের মত বাঁচা গেলো।
তবে ভয় কাটেনি, মৃত্যুর ভয়।
সজন-প্রিয়জন, আপন-পর, শত্রু-মিত্র
সবি রয়ে যাবে, শুধু আমি থাকবনা।
চলে যাব অনন্তপুরী, মনে হচ্ছে নেই বেশী দেরি।
কবে মৃত্যুকে করবো জয়,
এখন অপেক্ষা শুধু তারি।
২৬-০৩-২০১৪, ঢাকা।
বিষয়: সাহিত্য
১৫৪২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো কাব্য...
মন্তব্য করতে লগইন করুন