যখন তুমি এলে

লিখেছেন লিখেছেন লেলিন ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৮:০২ রাত



অপেক্ষায় চেয়েছিলাম তুমি আসবে,

হাসবে, গাইবে, ভালবাসার মেহেদি দিয়ে

আমায় রাঙ্গিয়ে দিবে।

অনেক সময় পেরিয়ে গেল,শত জন এলো গেল।

তুমি এলে না।

যখন তুমি এলে-

আমি ক্লান্ত, হৃদয় ব্যাথায় ভারাক্রান্ত।

তখন বিলীন হয়ে গেছে সব স্বপ্ন।

মুছে গেছে তোমায় নিয়ে আঁকা রঙ্গিন

ছবিগুলো, হয়ে গেছে সাজানো হৃদয় এলোমেলো।

সময় ফুরিয়ে গেল তুমি এলেনা।

এতক্ষণে ভাবছি তুমি বুঝি ভুলে গেছ।

ভুলে গেছ তোমার দেয়া প্রতিসস্রতি।

অতঃপর তুমি এমন সময় এলে-

যখন আর স্বপ্ন দেখার সাধ জাগে না।

সমস্ত হৃদয় ভড়ে গেছে ব্যাথা, বেদনা।

বলা হল না,

মনের গভীরে ছিল যত কথা।

দেখান হল না

হৃদয়ে কত ছবি ছিল আঁকা।

অবশেষে,

টুনটুনি, ময়নারা যখন বাসায় ফিরে গেল,

গোলাপ,বকুলেরা যখন ব্যাথায় ঝড়ে গেল

আমি পূর্বের গন্তব্যে ফিরে এলাম ।

তখন তুমি এলে।

আবার ডাকলে,

নতুন করে স্বপ্ন দেখালে, শক্ত করে কথা দিলে।

মন আর তোমার ডাকে সারা দিল না।

ভয় নয়, ঘৃণায়।

কথা দিয়ে যদি আবার যদি কর ছলনা ।

বিষয়: সাহিত্য

১৫২০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174795
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫২
চোথাবাজ লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ Love Struck Love Struck Love Struck Rose Rose
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৫
128044
লেলিন লিখেছেন : ধন্যবাদ। ভাল থাকবেন,
174796
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
egypt12 লিখেছেন : অনেক সময় পেরিয়ে গেল,শত জন এলো গেল।

তুমি এলে না

অনেকজন আসলে তো তার স্মৃতি মুছেই যাবে...তাই তার জন্য মায়া আর না লাগাই স্বাভাবিক Big Grin Big Grin Big Grin
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
128049
লেলিন লিখেছেন : সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। ভাল থাকুন। সাথে থাকুন।
174813
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৫
128065
লেলিন লিখেছেন : আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ
174821
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৮
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৫
128064
লেলিন লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
174901
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মনের কষ্টের বহিঃপ্রকাশ স্পষ্ট Sad Sad
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
128289
লেলিন লিখেছেন : কবি মনের কাছাকাছি আসার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
175132
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ভালো লাগলো কবিতাটি।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৮
128526
লেলিন লিখেছেন : ধন্যবাদ। ভাল থাকবেন।
177288
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৬
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৩
133061
লেলিন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৪
133062
লেলিন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File