যখন তুমি এলে
লিখেছেন লিখেছেন লেলিন ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৮:০২ রাত
অপেক্ষায় চেয়েছিলাম তুমি আসবে,
হাসবে, গাইবে, ভালবাসার মেহেদি দিয়ে
আমায় রাঙ্গিয়ে দিবে।
অনেক সময় পেরিয়ে গেল,শত জন এলো গেল।
তুমি এলে না।
যখন তুমি এলে-
আমি ক্লান্ত, হৃদয় ব্যাথায় ভারাক্রান্ত।
তখন বিলীন হয়ে গেছে সব স্বপ্ন।
মুছে গেছে তোমায় নিয়ে আঁকা রঙ্গিন
ছবিগুলো, হয়ে গেছে সাজানো হৃদয় এলোমেলো।
সময় ফুরিয়ে গেল তুমি এলেনা।
এতক্ষণে ভাবছি তুমি বুঝি ভুলে গেছ।
ভুলে গেছ তোমার দেয়া প্রতিসস্রতি।
অতঃপর তুমি এমন সময় এলে-
যখন আর স্বপ্ন দেখার সাধ জাগে না।
সমস্ত হৃদয় ভড়ে গেছে ব্যাথা, বেদনা।
বলা হল না,
মনের গভীরে ছিল যত কথা।
দেখান হল না
হৃদয়ে কত ছবি ছিল আঁকা।
অবশেষে,
টুনটুনি, ময়নারা যখন বাসায় ফিরে গেল,
গোলাপ,বকুলেরা যখন ব্যাথায় ঝড়ে গেল
আমি পূর্বের গন্তব্যে ফিরে এলাম ।
তখন তুমি এলে।
আবার ডাকলে,
নতুন করে স্বপ্ন দেখালে, শক্ত করে কথা দিলে।
মন আর তোমার ডাকে সারা দিল না।
ভয় নয়, ঘৃণায়।
কথা দিয়ে যদি আবার যদি কর ছলনা ।
বিষয়: সাহিত্য
১৫২০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি এলে না
অনেকজন আসলে তো তার স্মৃতি মুছেই যাবে...তাই তার জন্য মায়া আর না লাগাই স্বাভাবিক
ভাল থাকবেন।
মন্তব্য করতে লগইন করুন