একলা ছুটে চলা!

লিখেছেন লিখেছেন লেলিন ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৯:১৮ রাত



একলা একলা ছুটে চলা।

বিরতিহীন সারাবেলা।

এ কেমন ছুটে চলা,

শুধুই একলা একলা !

ব্যাস্ত এই শহরে আমি ছুটছি একলা।

তুমিও ছুটছ তোমার মত একলা একলা।

বল এ কেমন ছুটে চলা।

সময়ের সাথে বাড়ছে শুধু আমাদের চাওয়া পাওয়া

তাই বলে কি হবে না একসাথে একটু সময় দেয়া।

এ কেমন ছুটে চলা! দিন রাত সারাবেলা !

ভাল লাগে না এই স্বস্তি হীন বৃথা জীবন ,

তুমিও কি ভাবছ আমার মতন।

একলা একলা, ছুটে চলা

বিরতিহীন সারাবেলা।

এ কেমন ছুটে চলা

শুধুই একলা একলা !

সামনে এগিয়ে যাচ্ছি যতোই দুজন,

শিকড়কে ভুলে হচ্ছি ততই যন্ত্রের মতন।

দূরে সরে যাচ্ছে সকল আপন,

সাথে বদলে যাচ্ছে আমাদের দুজনার মন।

বল এ কেমন জীবন ধারণ।

একলা একলা ছুটে চলা।

বিরতিহীন সারাবেলা।

এ কেমন ছুটে চলা

শুধুই একলা একলা !

তোমার মনে আছে কি

দুজনেই ছিলাম যে বড় আবেগি।

একসাথে না থাকতে পারলে দুজন,

এমনও হত,কেঁদে কেঁদে বুক ভেসে যেত।

তবে আজ কিভাবে দূরে ছেড়ে আছি,

কেন ভুলে আছি একসাথে স্বপ্ন ছিল যত।

বিলাসিতার পিছে না ছুটে মিছে।

দুজনেই দুজনকে যদি সময় দেয়া হত।

তাহলেই বুঝি জীবন সত্যিকারের পূর্ণতা পেত।

একলা একলা, ছুটে চলা

বিরতিহীন সারাবেলা।

এ কেমন ছুটে চলা

শুধু একলা একলা !

বিষয়: সাহিত্য

১৬০০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174437
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৯
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৬
127747
লেলিন লিখেছেন : ধন্যবাদ
174450
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
দুনিয়াতে আসছেন একা
দুনিয়া ছেড়ে যাবেন একা।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৬
127746
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ। ভাল থাকবেন
174516
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : এ কেমন ছুটে চলা
শুধু একলা একলা !

Sad Sad Sad
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
127833
লেলিন লিখেছেন : আপনার মতো আমিও এমনটিই ভাবছি।
ধন্যবাদ
177846
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৩
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Broken Heart Broken Heart Broken Heart
Sad Sad Sad
Rose Rose Rose
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৪
132536
লেলিন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File