ভুলে যাবার ছলনা !

লিখেছেন লিখেছেন লেলিন ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০৯:২৬ রাত



ভালবাসতে আমার করেছ বারণ।

একি অভিমান নাকি ভুলে যাবার ছলনা!

নাকি অন্য কোন কারণ ! বল না?

হারানো স্বাদ আমায় তুমি দিয়ে

মরীচিকার পিছে ছুটতে গিয়ে

নিজে নিজে অথৈ সাগরে ভাসিয়ো না ।

খুব বেশি সুখ তুমি পাবে না।

মিছে করোনা ছলনা!

এ বাগানে সুখের সুবাস ছড়িয়ে।

অচেনা বাগানে গিয়ে

এর বেশি ভালোবাসা পাবে না।

তুমি যেও না। আমায়

ভালবাসতে বারণ করোনা।

কত বেশি ভালোবাসা হলে

আমায় ভুলে যাবে না।

করবেনা আর ভুলে যাবার ছলনা।

শেষবার বলনা, তবু ভুলো না।

পৃথিবীর সব চাঁদ তারা তোমার হবে

ভাসাবো তোমায় মেঘের ভেলায় ,

এমন কোন ছলনা তোমায় দিব না।

দিতে পারি শুধু মায়ার বাধনে জড়িয়ে

ভালোবাসা এ বুকে টেনে নিয়ে।

তাতে তুমি থাকবে কি না ! বল না ?

মিছে ভুলে যাবার ছলনা আর করোনা।

আমায় ভুলে যেও না।

বিষয়: সাহিত্য

১৪১১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173117
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০০
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩১
126693
লেলিন লিখেছেন : দুষ্টু পোলা ধন্যবাদ। ভাল থাকবেন।
173123
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৫
নীল জোছনা লিখেছেন : ভালবাসতে আমার করেছ বারণ।
একি অভিমান নাকি ভুলে যাবার ছলনা!
Surprised Surprised Surprised Surprised
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩১
126692
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File