আধবয়সী স্বপ্নবিলাসী
লিখেছেন লিখেছেন লেলিন ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৬:১২ রাত
এই চেনা পথে কত হাঁটলাম!
একটু শান্তির আসায় কত ছুটলাম।
মাঝপথে বৃথা প্রশ্ন তবু,
সেই তরতাজা যুবক আমি
বিনিময় কি পেলাম?
চোখে মুখে আলোর ঝলকানি
প্রচণ্ড বেগে ছুটে চলা,
কাঁধে ব্যাগ, পরনে জিন্স-টিশার্ট,
আমিই পারব সে কি আত্তবিশ্বাস!
যেন নিজের রাজ্যে নিজেই সম্রাট।
পান্থপথের সেই চেনা রাস্তা ধরে
বসুন্ধরার পাশ দিয়ে,
কত স্বপ্ন ঝড়ে গেল, কত স্বপ্ন ফলে গেল।
কত আপন পর হল, কত পর আপন হল।
মাঝপথে বৃথা প্রশ্ন তবু, এ জীবন কী পেল?
শুধুই তো ক্ষণেক্ষণে জীবনের রং বদলে গেল!
বদলে গেছে ছাত্র জীবনে চলার ধরণ
এসেছে নতুন কর্ম জীবন ! সেই,
হাত উঁচিয়ে খরচ, বন্ধুদের আড্ডায় নেতৃত্ব,
প্রেমিকার হাসির শব্দ, বাবা-মায়ের শাসন।
সবিই এখন, শুধু দেয়ালে ঝুলন্ত ছবি।
বাস্তবে ফিরে পেতে লোভ হয়। পুনরায়,
আশা যেন না ফুরায় ! সব নয়, জীবন !
কিছু কিছু পায় আর কিছু না পেয়ে হারায়।
তাই বলে কী আর জীবন হেলায় ফেলা যায় ?
তাই এখনো আমি
আধ বয়সী স্বপ্ন বিলাসী!
এখনো হাটি,
কাওরানবাজারের সেই চেনা রাস্তা ধরে
যেখানেই যাই এখানেই আসি ঘুরেফিরে।
শাহবাগ থেকে অথবা ফার্মগেট হয়ে
বারবার আসি,
কাওরানবাজার হাজার জ্যাম ঠেলে।
তবুও ভালবাসি,এখানে যে শান্তি মেলে।
কাওরানবাজার আমার প্রিয়ার হাসি নিয়েছে
তবে সুন্দরী বউয়ের উষ্ণতা ও ভালোবাসা দিয়েছে।
ছাত্র জীবন নিয়েছে,
তবে,কর্ম জীবন দিয়ে স্বনির্ভর করেছে ।
এখানে এসেই তো আমার সব হয়েছে।
তাই এখনো আমি
আধ বয়সী স্বপ্ন বিলাসী!
এখনো হাটি,
কাওরানবাজারের সেই চেনা রাস্তা ধরে
যেখানেই যাই এখানেই আসি ঘুরেফিরে।
বিষয়: সাহিত্য
১৪৩২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিরোনাম এর জন্য আপনার সুন্দর মতামত পেয়ে ভাল লাগলো। যোগ করার চেষ্টা করব।
ভাল থাকবেন। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন