আধবয়সী স্বপ্নবিলাসী

লিখেছেন লিখেছেন লেলিন ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৬:১২ রাত



এই চেনা পথে কত হাঁটলাম!

একটু শান্তির আসায় কত ছুটলাম।

মাঝপথে বৃথা প্রশ্ন তবু,

সেই তরতাজা যুবক আমি

বিনিময় কি পেলাম?

চোখে মুখে আলোর ঝলকানি

প্রচণ্ড বেগে ছুটে চলা,

কাঁধে ব্যাগ, পরনে জিন্স-টিশার্ট,

আমিই পারব সে কি আত্তবিশ্বাস!

যেন নিজের রাজ্যে নিজেই সম্রাট।

পান্থপথের সেই চেনা রাস্তা ধরে

বসুন্ধরার পাশ দিয়ে,

কত স্বপ্ন ঝড়ে গেল, কত স্বপ্ন ফলে গেল।

কত আপন পর হল, কত পর আপন হল।

মাঝপথে বৃথা প্রশ্ন তবু, এ জীবন কী পেল?

শুধুই তো ক্ষণেক্ষণে জীবনের রং বদলে গেল!

বদলে গেছে ছাত্র জীবনে চলার ধরণ

এসেছে নতুন কর্ম জীবন ! সেই,

হাত উঁচিয়ে খরচ, বন্ধুদের আড্ডায় নেতৃত্ব,

প্রেমিকার হাসির শব্দ, বাবা-মায়ের শাসন।

সবিই এখন, শুধু দেয়ালে ঝুলন্ত ছবি।

বাস্তবে ফিরে পেতে লোভ হয়। পুনরায়,

আশা যেন না ফুরায় ! সব নয়, জীবন !

কিছু কিছু পায় আর কিছু না পেয়ে হারায়।

তাই বলে কী আর জীবন হেলায় ফেলা যায় ?

তাই এখনো আমি

আধ বয়সী স্বপ্ন বিলাসী!

এখনো হাটি,

কাওরানবাজারের সেই চেনা রাস্তা ধরে

যেখানেই যাই এখানেই আসি ঘুরেফিরে।

শাহবাগ থেকে অথবা ফার্মগেট হয়ে

বারবার আসি,

কাওরানবাজার হাজার জ্যাম ঠেলে।

তবুও ভালবাসি,এখানে যে শান্তি মেলে।

কাওরানবাজার আমার প্রিয়ার হাসি নিয়েছে

তবে সুন্দরী বউয়ের উষ্ণতা ও ভালোবাসা দিয়েছে।

ছাত্র জীবন নিয়েছে,

তবে,কর্ম জীবন দিয়ে স্বনির্ভর করেছে ।

এখানে এসেই তো আমার সব হয়েছে।

তাই এখনো আমি

আধ বয়সী স্বপ্ন বিলাসী!

এখনো হাটি,

কাওরানবাজারের সেই চেনা রাস্তা ধরে

যেখানেই যাই এখানেই আসি ঘুরেফিরে।

বিষয়: সাহিত্য

১৪৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172158
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
125883
লেলিন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
172174
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৫
বুড়া মিয়া লিখেছেন : কেন কাওরান বাজারে?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৩
125919
লেলিন লিখেছেন : এর আসে পাসেই আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো কেটেছে। তাছাড়া আমার এক ছোট ভাইকে উৎসর্গ করে লেখা। ও চেয়েছিল কাওরানবাজার নিয়ে একটি কবিতা। ধন্যবাদ
172183
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৯
চেয়ারম্যান লিখেছেন : ভালো লাগলো
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৪
125920
লেলিন লিখেছেন : ধন্যবাদ। দোয়া করবেন।
172223
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৯
ভিশু লিখেছেন : কাওরান বাজার তো তাহলে দেখছি আপনাকে অনেক কিছু দিয়েছে, দিচ্ছে... Waiting Happy শিরোনামেও জায়গাটির নামের যোগ রাখা যেতো মনে হয়... Rolling Eyes Good Luck Rose
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
126168
লেলিন লিখেছেন : জি ভাইয়া অনেক কিছু পেয়েছি।
শিরোনাম এর জন্য আপনার সুন্দর মতামত পেয়ে ভাল লাগলো। যোগ করার চেষ্টা করব।
ভাল থাকবেন। ধন্যবাদ।
172384
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১০
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ভাল হয়েছে।
অনেক ধন্যবাদ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
126169
লেলিন লিখেছেন : দোয়া করবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
126194
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাকে তার প্রিয় বান্দা হিসেবে কবূল করুন। আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File