জীবন্ত লাশ

লিখেছেন লিখেছেন লেলিন ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১২:৪৮ রাত

দেখার মতো চোখ নেই

আশায় বাঁধা বুক নেই

চোখে মুখে স্বপ্ন নেই

উরুউরু মন নেই।

আনন্দের মাতন নেই

সুরের মূর্ছনা নেই

আঘাতের চিহ্ন নেই

হারানোর কষ্ট নেই

দুঃখের কান্না নেই

পাওয়ার সুখ নেই

মুখ ভরা হাসি নেই

পথ চলার সাথী নেই

মায়ায় জড়ানো প্রেম নেই

যৌবনের লীলা নেই

তোমায় নিয়ে নষ্টামি নেই

ধোঁকা দেয়ার গালি নেই

ভাল কাজের প্রশংসা নেই

ছুটে চলার অনুপ্রেরণা নেই

বিছানা ছাড়ার কাজ নেই

ঘুমিয়ে পরার স্বস্তি নেই

কাছে ডাকার অনুভূতি নেই

দূরে থাকার সাহস নেই

পাব কি না দ্বিধা নেই

ভুল বোঝার দন্দ নেই।

মিলিত হবার শঙ্কা নেই

তোমার সঙ্গি হবার কারন নেই

লাশের মাঝে জীবন নেই।

বিঃ দ্রঃ লাশ দেখলে আমি ভয় পাই । তাই কোন ছবি শেয়ার করলাম না।

বিষয়: সাহিত্য

১৩৯৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171144
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পিলাচ পিলাচ
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
125096
লেলিন লিখেছেন : ধন্যবাদ না দেবার কারন নেই। দোয়া না করার কারন নেই
171222
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৩
অজানা পথিক লিখেছেন : নেই নেই নেই
কথাটার মর্ম
বুঝেনা অনেকেই
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
125099
লেলিন লিখেছেন : বুঝতে হবে, না বোঝার কারণ নেই। আপনাকে ধন্যবাদ না দেবার কারণ নেই।
171264
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩০
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
125119
লেলিন লিখেছেন : চেষ্টার ত্রুটি নেই। আপনাকে ধন্যবাদ না দেবার কারণ নেই।
171343
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪০
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
125120
লেলিন লিখেছেন : ধন্যবাদ না দেয়ার কারণ নেই। ভাল না থাকার কারণ নেই।
171350
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৫
আব্দুল গাফফার লিখেছেন : বাহ! বেশ ভাল লাগলো, অনেক ধন্যবাদ
171388
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
লেলিন লিখেছেন : সাথে না থাকার কারণ নেই। ধন্যবাদ না দেয়ার কারণ নেই।
171605
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
প্রিন্সিপাল লিখেছেন : নেই নেই নেই।
তবে আমাদেরকে হতে হবে তার উল্টাটা।
অর্থাৎ .......

তবেই আমরা সুন্দর একটি সমাজ উপহার দিতে সক্ষম হবে বলে মনে করি।
171972
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
ভিশু লিখেছেন : জীবন্ত লাশ হওয়ার আর
সুযোগ নেই এখন
দরকার
দিগ্বিজয়ী
মৃত্যুঞ্জয়ীদের... Loser Loser Loser
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
125875
লেলিন লিখেছেন : ভাল না থাকার কারন নেই। মৃত্যুঞ্জয়ী না হওয়ার কারন নেই।
171974
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগল। শুভকামনা।
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
125873
লেলিন লিখেছেন : শুভকামনা না করার কারন নেই। ভাল না থাকার কারন নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File