জীবন্ত লাশ
লিখেছেন লিখেছেন লেলিন ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১২:৪৮ রাত
দেখার মতো চোখ নেই
আশায় বাঁধা বুক নেই
চোখে মুখে স্বপ্ন নেই
উরুউরু মন নেই।
আনন্দের মাতন নেই
সুরের মূর্ছনা নেই
আঘাতের চিহ্ন নেই
হারানোর কষ্ট নেই
দুঃখের কান্না নেই
পাওয়ার সুখ নেই
মুখ ভরা হাসি নেই
পথ চলার সাথী নেই
মায়ায় জড়ানো প্রেম নেই
যৌবনের লীলা নেই
তোমায় নিয়ে নষ্টামি নেই
ধোঁকা দেয়ার গালি নেই
ভাল কাজের প্রশংসা নেই
ছুটে চলার অনুপ্রেরণা নেই
বিছানা ছাড়ার কাজ নেই
ঘুমিয়ে পরার স্বস্তি নেই
কাছে ডাকার অনুভূতি নেই
দূরে থাকার সাহস নেই
পাব কি না দ্বিধা নেই
ভুল বোঝার দন্দ নেই।
মিলিত হবার শঙ্কা নেই
তোমার সঙ্গি হবার কারন নেই
লাশের মাঝে জীবন নেই।
বিঃ দ্রঃ লাশ দেখলে আমি ভয় পাই । তাই কোন ছবি শেয়ার করলাম না।
বিষয়: সাহিত্য
১৩৯৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথাটার মর্ম
বুঝেনা অনেকেই
তবে আমাদেরকে হতে হবে তার উল্টাটা।
অর্থাৎ .......
তবেই আমরা সুন্দর একটি সমাজ উপহার দিতে সক্ষম হবে বলে মনে করি।
সুযোগ নেই এখন
দরকার
দিগ্বিজয়ী
মৃত্যুঞ্জয়ীদের...
মন্তব্য করতে লগইন করুন