ধোঁকা
লিখেছেন লিখেছেন লেলিন ২৯ জানুয়ারি, ২০১৪, ০৭:০৩:১৬ সন্ধ্যা
ষোল কোটি টাকা হল চুরি
খবরটি ভাই জমেছে ভারি।
আমরা সবাই আমজনতা
একেক জন বলছি একেক কথা ।
কেউ বলছি এত বড় চুরি !
আবার কেউ ইস ৫ বস্তা টাকা !
আরে ভাই, তাতে আমাদের কি ?
গরীবের পেটে সইবেনা ঘি !
লোভে পরে করেছে ভুল সোহেল
এখন রিমান্ডে যাবে, খাটবে জেল।
দুই বছর সে সিঁধ কেটেছে
পরিশ্রম তার বৃথা গেছে।
ভুল পথে সে পা বাড়িয়েছে
আমাদের কে শিক্ষা দিছে।
আমরা যেন তার মত করিনা ভুল।
দেইনা যেন সিঁধ কাটার মাশুল।
সোহেল ছিল লোভী বোকা
নিজেকে দিছে বড় ধোঁকা।
আসুন লোভ এড়িয়ে চলি।
ধনি গরীব সবাই মিলি।
সোনালী ব্যাংকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনাকে নিয়ে শিক্ষামূলক ছড়া।
বিষয়: সাহিত্য
১১১৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ভাল থাকবেন।
আপনাকে সুপরামর্শ দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।
আল্লাহ তায়ালা আপনার মনের বাসনা পুরণ করুন। আমীন
মন্তব্য করতে লগইন করুন