<<<< চোখ >>>>

লিখেছেন লিখেছেন লেলিন ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:৪৭:০২ রাত



পেছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।

সামনে এসে দাড়াও কিছুটা সময়।

তোমার হরিণী চোখ দুটো দেখি একটুখানি

মন প্রাণ ও চোখ ভরিয়ে আমার।

মুখোমুখি বসে হাতের উপর থুতনি রেখে

অপলক চোখে তাকাও আমায় কিছুটা সময়।

হয় হোক সর্বনাশ করোনা ভয়।

একটুখানি কাজলের স্পর্শ লাগিয়ে নিয়।

তাতে আরও মায়াবিনী লাগবে তোমায়।

হয়তো নতুন করে আর একবার প্রেমে পরে যাব ।

নতুন করে ভালবাসায় রাঙ্গাবে আমায়।

তবু পিছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।

সামনে এসে দাড়াও কিছুটা সময়।

তোমার চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময়

হয়ত চোখ সূর্যের মত লাল হবে, ঝাপসা হয়ে যাবে ।

তবুও তোমার চোখ দুটো দেখতে চাই।

ঝাপসা চোখে,শুধু তোমার চোখ দুটোই আঁকতে চাই ।

তুমি পেছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।

সামনে এসে দাড়াও কিছুটা সময়।

তোমার চোখের ছোঁয়ায় যে উষ্ণতা পাবে আমার চোখ

তা আমার দেখার পৃথিবীকে করবে অনেকখানি রঙ্গিন।

নতুন প্রেরণা হবে চলার পথে প্রতিদিন।

তোমাকে হৃদয়ে নিয়ে। নয় তুমি হীন।

পিছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।

এসো, সামনে এসে দাড়াও কিছুটা সময়।

বিষয়: বিবিধ

২৪৩৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168657
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৮
গেরিলা লিখেছেন : দারুন্স। দারুন্স । ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৫
122525
লেলিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই
সাথেই থাকবেন।
168662
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগল ধন্যবাদ Rose Rose
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৫
122526
লেলিন লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন।
168757
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫২
শিকারিমন লিখেছেন : উফস !! সিরাম হৈছে ।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫০
122787
লেলিন লিখেছেন : আপনাকেও আমার পক্ষ থেকে সিরাম শুভেচ্ছা। ভাল থাকবেন। দোয়া করবেন।
169061
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২১
122930
লেলিন লিখেছেন : বারবারের মতো ভাল লাগলেও আপনাকে তরতাজা শুভেচ্ছা। ভাল থাকবেন। দোয়া রাখবেন বারবার।
170620
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
প্রিন্সিপাল লিখেছেন : ভালই লাগল। সেই জন্য ধন্যবাদটাও জানালাম।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৯
124504
লেলিন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ । ভাল থাকবেন।
170927
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৪
ভিশু লিখেছেন : Love Struck Love Struck Love Struck
Rose Rose Rose
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
124798
লেলিন লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File