একটি নতুন সকাল

লিখেছেন লিখেছেন লেলিন ২৭ ডিসেম্বর, ২০১৩, ১২:২৪:৪৭ রাত



এমন একটি পৃথিবীতে বাঁচতে চাই। যেখানে,

একটি নতুন সকাল মানে একটি নতুন সূর্য ।

একটি নতুন সূর্য মানে একটি নতুন স্বপ্ন ।

একটি নতুন স্বপ্ন মানে নতুন করে বাঁচা ।

যেখানে নেই কোন হতাশা আছে শুধু আশা।

যেখানে দুঃখ নেই আছে শুধু প্রেম আর ভালোবাসা।

এমন একটি পৃথিবীতে বাঁচতে চাই ।

আর কিছু নাহি পাই। যেখানে

কেউ কারো করবেনা ক্ষতি

কারো পিছে কেউ লাগবেনা এক রতি ।

সবাই সবার পাশে দাঁড়াবে সুখে দুঃখে

হাসবে কাঁদবে সবাই একসাথে ।

এমন একটি পৃথিবীতে বাঁচতে চাই ।

আর কিছু নাহি পাই ।

বিষয়: বিবিধ

২৬৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File