চলে যাবে! যাও তবে

লিখেছেন লিখেছেন লেলিন ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩৮:০৪ রাত



চলে যাবে ! যাও তবে

সব সৃতি একা নিয়ে যেও না

কিছু সৃতি আমাকেও দিয়ে যাও।

হাসতে না পারি কাঁদতে তো পাড়বো

সৃতিগুলো পেলে ।

জানিনা কত বেশি ভালবাসা পেলে

কতটা আপন হতে। তবুও

চলে যাবে ! যাও তবে

চলে যেওনা কিছু না বলে

শেষবার বল

কেন এতো কাছাকাছি এসেছিলে ?

কেন এভাবে তুমি বদলে গেলে?

ক্ষণিকের ভালবাসায় কাছে ডেকে নিয়েছিলে।

আজ আবার ফিরিয়ে দিলে ।

আমি না হয় দুঃখ পেলাম। তবে তুমি কি পেলে।

চলে যাবে! যাও তবে

শেষবার দেখে যাও

আকাশ কেমন মেঘ করেছে মন খারাপ করে।

যে আকাশের দিকে চেয়ে তুমি

স্বপ্ন দেখতে আমাকে নিয়ে ।

সেই আকাশের সাথে কতটা প্রতারণা করলে ।

চলে যাবে ! যাও তবে

শেষবার শুনে যাও

কতটা উদার হলে

কেউ সহজে চলে যেতে বলে।

চলে যাবে ! যাও তবে

সব সৃতি একা নিয়ে যেও না

কিছু সৃতি আমাকেও দিয়ে যাও।

হাসতে না পারি কাঁদতে তো পাড়বো

সৃতিগুলো পেলে ।



বিষয়: বিবিধ

৪৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File