কানামাছি ! (কবিতা)

লিখেছেন লিখেছেন লেলিন ২৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:০১:১৯ সকাল



কেন গোপনে খেলো তুমি কানামাছি !

আমি তো তোমারি ছিলাম তোমারি আছি ।

দুটি হৃদয়ের বন্ধন ভাংছো তুমি সুধু মিছেমিছি ।

সুখে দুঃখে আমায় তুমি পেয়েছ কাছে

আমার স্পর্শ তোমার সারা শরীরেই ছেয়ে আছে ।

কখন বল নাই আবার কখন বল আছি ।

কেন খেলো তুমি এমন কানামাছি ।

অনেক সৃতির ফ্রেমে আছো তুমি

ভুলতে চাইলেও তাই তোমায় পারিনা ভুলতে আমি ।

ভুলেও ভেবনা সুখি সুধুই তুমি

তুমি তো যান আমি সুখি কতখানি ।

এতটা সময় পারি দিয়ে আজ এই প্রান্তে

কেন গোপনে খেলো তুমি কানামাছি ।

দুটি বন্ধন ভাংছো সুধু মিছেমিছি ।

আমি তো তোমারি ছিলাম তোমারি আছি ।

অনেকেই আসবে যাবে তোমার এই ছোট্ট জীবনে

আমার মতো করে কাছে আর কাউকে কি পাবে ।

কি ছিলাম দেখবে তুমি

যখন তোমার জীবনের পৃষ্ঠা উল্টাবে ।

কেন গোপনে খেলো তুমি কানামাছি ।

দুটি বন্ধন ভাংছো সুধু মিছেমিছি ।

আমি তো তোমারি ছিলাম তোমারি আছি ।

কেন গোপনে খেলো তুমি কানামাছি ।

বিষয়: সাহিত্য

১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File