অন্যরা এবং তুমি

লিখেছেন লিখেছেন লেলিন ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩০:২৯ দুপুর



কথা হয় প্রতিদিন অনেক কুলবতীর সাথে ।

তোমার সাথে কথা না হলে প্রিয়,

সাধ মিঠে না তাতে।

ব্যস্ত এই জনপদে সংস্পর্শে আসি প্রতিদিন

অনেক রুপবতীর সাথে ।

যাদের রং ঢং মাখা চেহারা

আমার লাগে বড় বেয়ারা।

তারা ক্ষণস্তায়ী ফুলের মতো,

প্রিয়াদের নষ্টের কারন যতো।

শুধু তোমার ছিমছাম দেহখানি

মনে হয় রজনী গন্ধার পুস্পদন্ড।

নিবিড় কালো চোখ দুটি

আমার আধার রাতের জ্যোতি।

তোমার নিটোল হাত দুখানি

তোমায় করেছে আরো মায়াবিনী।

অস্থায়ী এই চরাচরে দেখেছি অনেক বিদ্যাবতী,

যার অর্জিত বিদ্যার দাপটে

প্রিয় কাংখিত প্রিয়াদের আজ দূর্গতি।

আধুনিক এই সভ্যতায় শুনেছি বহু গুনবতীর গুনগান,

তোমার সাথে তারা হয়না সমান।

আছে এই জগতে ;পাশাপাশি অনেক ধনবতী

তেমার মত দৃঢ়তা নেই তাদের বুকে,

যার কারনে ক্ষয়ের হিমেল ঝড়ে

প্রিয়ারা মরে ধুকে ধুকে ।

সমাজের এই কুলবতী ,বিদ্যাবতী ,ধনবতী , রুপবতী ,গুনবতী ,

তোমার চেয়ে কোন অংশে ভাল নয় এক রতী ।

বিষয়: সাহিত্য

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File