শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল ইডুকেশন টু জবস ডট কম

লিখেছেন লিখেছেন লেলিন ২৪ জানুয়ারি, ২০১৩, ০৬:০৫:১৭ সন্ধ্যা

.

আজ বসুন্ধরা শপিং কমপ্লেক্স এ কেক কেটে শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল বাংলাদেশের এই প্রথম টু ইন ওয়ান সাইট http://www.educationtojobs.com ( ইডুকেশন টু জবস ডট কম ) ।

শিক্ষা ও চাকুরী বিষয়ক সকল তথ্য এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে ।

ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে আমরা দেশের মানুষের জন্য শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছি । যা তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে লেখাপড়ার তথ্য এবং চাকুরি পেতে আরও সহায়ক ভূমিকা পালন করবে।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট কবি ও লেখক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ফজলুল হক পলাশ বলেন, ইডুকেশন টু জবস ডট কমের এটি একটি ভালো উদ্যোগ । সমাজের মানুষের জন্য তথ্য প্রযুক্তির এই যুগে এ ওয়েবসাইটটি অনেক সহায়ক ভুমিকা পালন করবে । তরুণ এই উদ্যোক্তাদের পাশে আমাদের সকলের এগিয়ে আশা উচিৎ ।

ওয়েবসাইট ডেভলোপার কোম্পানির কো-ফাউন্ডার এন্ড সি ই ও অনির্বাণ রায় বলেন , ইডুকেশন টু জবসের সকল ব্যাপারে আমরা খুবেই অন্তরিকতার সাথে কাজ করছি এবং করব । কারণ এটি একটি সেবামূলক সাইট । সাইটের কাজ যেহেতু আমরা করেছি তাই আমরা জানি এর ভবিষ্যৎ খুব ভাল । আর ওয়েবসাইট কর্তৃপক্ষ ইডুকেশন টু জবসের ব্যাপারে খুবেই আন্তরিক ।

ইডুকেশন টু জবস এর (সি ই ও) এম হাসান লেলিন বলেন,আমরা দেশের সকলের জন্য শিক্ষা ও চাকুরি পেতে আন্তরিকতার সাথে কাজ করে যাব।আমরা আশা করব দেশবাসী আমাদের এই সেবামুলক কাজে সব সময় পাসে থাকবেন ।



ইডুকেশন টু জবস এর (সি এম ও) এম সবুজ সুজন বলেন, আমরা আসা করছি আমাদের এই সেবামুলক সাইট থেকে সর্ব সাধারণ উপকৃত হবে ।

ইডুকেশন টু জবস এর (সি টি ও) শাহজাহান সুমন জানান , আমাদের এই সাইটে সব সময় আপডেট তথ্য থাকবে । যা থেকে সকলেই উপকৃত হবে ।



Click this link

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File