ইডুকেশন টু জবস এর শুভ উদ্বোধন
লিখেছেন লিখেছেন লেলিন ২৪ জানুয়ারি, ২০১৩, ০১:৩৮:১৯ রাত
শিক্ষা ও চাকুরী বিষয়ক একটি ওয়েবসাইট উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল সকাল ১১ টায়।
ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে আমরা দেশের মানুষের জন্য শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছি । যা তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে লেখাপড়ার তথ্য এবং চাকুরি পেতে
আরও সহায়ক ভূমিকা পালন করবে।
ইডুকেশন টু জবস এর (সি ই ও) এম হাসান লেলিন বলেন,আমরা দেশের সকলের জন্য শিক্ষা ও চাকুরি পেতে আন্তরিকতার সাথে কাজ করে যাব।আমরা আশা করব দেশবাসী আমাদের এই সেবামুলক কাজে সব সময় পাসে থাকবেন ।
ইডুকেশন টু জবস এর (সি এম ও) এম সবুজ সুজন বলেন, আমরা আসা করছি আমাদের এই সেবামুলক সাইট থেকে সর্ব সাধারণ উপকৃত হবে ।
ইডুকেশন টু জবস এর (সি টি ও) শাহজাহান সুমন জানান , আমাদের এই সাইটে সব সময় আপডেট তথ্য থাকবে । যা থেকে সকলেই উপকৃত হবে ।
http://www.educationtojobs.com
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন