আর্তনাদ (কবিতা)
লিখেছেন লিখেছেন লেলিন ২৫ এপ্রিল, ২০১৩, ১০:৪৫:৫৬ রাত
মা, মাগো
আমি আটকে আছি মা
মানুষ খেঁক রানা প্লাজায় ।
এই বুঝি প্রান যায়।
বুকের ওপর ইট সিমেন্টের বিশাল পাহাড় ।
ভেঙ্গে গেছে হার পাঁজর আমার । আমাকে বাচাও ,
আমি বাচতে চাই, অন্য কিছু নাহি পাই ।
স্বপ্ন ছিল তোমার মুখে ফোটাব হাসি
অল্প কিছু টাকা পেলেই বাজাব বিয়ের বাঁশি ।
সুখে থাক বলবে তুমি হাসি হাসি ।
মাগো, আমি বাচতে চাই মা
বাচাও তুমি রানা প্লাজায় আসি ।
মানুষ মারার ফাঁদ পেতেছে ওরা সবাই
বলিয়ো তুমি আমার মত বাঁচতে এসে
প্রান যেন না দেয় অন্য কোন ভাই ।
ওদের স্বপ্ন বড় বড়
গারমেন্স শ্রমিক বাঁচ মর ।
আমার স্বপ্ন অনেক ছোট
মরতে চাইনা, আমায় নিয়ে বাড়ি হাট ।
মাগো ,আমি আটকে আছি মা
সর্বনাশা রানা প্লাজায়। আমাকে বাচাও ,
আমি বাচতে চাই, অন্য কিছু নাহি পাই ।
বিষয়: বিবিধ
১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন