মূল্যায়ন

লিখেছেন লিখেছেন লেলিন ১৯ জানুয়ারি, ২০১৩, ০৯:১৭:৫৮ রাত

মূল্যায়ন

মাহামুদুল হাসান লেলিন

আমিই বুঝিনি আমাকে।

তোমারা কি করে বুঝবে ।

শত শতবার নিজেকে বুঝতে চেয়েছি।

আর আয়নার সামনে দারিয়ে আমাকে প্রশ্ন করেছি

কেমন আমি? কেমন আমার সভাব? কিন্তু,

চারপাশের বৈরী পরিবেশ আর আয়নার ওপাড়ের অদৃশ্য ছবির কাছে,

সঠিক উত্তর মেলেনি।

তাই আমিই বুঝিনি আমাকে।

আমাকে বিকশিত হবার পরিবেশ আর বাস্তব দৃশ্যায়ন দাও

তবেই আমাকে বুঝবে, কেমন আমি ।

অনেক দিন আমি জানতে চেস্ঠা করেছি

আমি লোভী? নাকি সৎ নিতিবান? কিন্তু,

পাবার আখাংখা আর বেচে থাকার নানান কৌশলের ভিড়ে,

সঠিক উত্তর মেলেনি ।

তাই আমিই বুঝিনি আমাকে।

আমাকে আর আমার প্রয়োজনের মূল্যায়ন দাও।

তবেই আমাকে বুঝবে, কেমন আমি ।

অসংখ্যবার আমি বুঝতে চেয়েছি ।

আমি কর্মঠ নাকি অলসের ঢেঁকী। কিন্তু

অস্পষ্ট ভবিস্যৎ আর অবমূল্যায়নের ছড়াছড়িতে

সঠিক উত্তর মেলেনি।

তাই আমিই বুঝিনি আমাকে।

নিশ্চিত ভবিষ্যৎ আর মূল্যায়ন দাও।

তবেই আমাকে বুঝবে, কেমন আমি ।

অনেক দিন আমি নিজেকে বুঝতে চেয়েছি,

আমি সাহসী? নাকি ভীতুর ডিম? কিন্তু

পরাধীনতা আর নীতির শিকলের কারণে

সঠিক উত্তর মেলেনি।

তাই আমিই বুঝিনি আমাকে।

মত প্রকাশের স্বাধীনতা আর মুক্তপ্রানে আমাকে রাঙাতে দাও

তবেই আমাকে বুঝবে, কেমন আমি ।

নয়তো আধমরাদের মতো নীতির উপবাসেই রয়ে যাব।

বুঝবে না কেমন আমি?

বিষয়: সাহিত্য

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File