যদি আর একটু সময় পেতাম
লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৪ নভেম্বর, ২০১৪, ১১:১৫:৫২ রাত
যদি আর একটু সময় পেতাম ''
কথা রাখবার,পাশে থাকবার ''
কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার
আর একটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম
যদি আর একটু সময় পেতাম '
আরো গান দিয়ে যদি অবসরগুলো ভরাতাম ''
প্রাণ ভরা আরো খুশি মুঠো মুঠো যদি ছড়াতাম
আরও কিছু আশা দিয়ে জীবনকে জাগিয়ে যেতাম
যদি আর একটু সময় পেতাম ''
যদি আর একটু সময় পেতাম ভালোবাসবার সুখে ভাসবার
সুখেরও দুয়ার দিয়ে মনেরও গহনে আসবার ।
পাথর ভাঙা সে পথে কাঁটার বাঁধাকে সরাতাম ''
পায়ে পায়ে আরও যদি চলার নিশাটা ভরাতাম
প্রাণে প্রাণে আর একটু দোলা যদি লাগিয়ে যেতাম
যদি আর একটু সময় পেতাম ''
কথা রাখবার,পাশে থাকবার ''
কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার
আর একটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম
যদি আর একটু সময় পেতাম '''
বিষয়: বিবিধ
৬১৪৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি আরেকটু সময় পেতাম!
তোমার কাছে আসার।নিকটে যাওয়ার!
কারণ-অকারণের বেড়া ছিঁড়ে আঘাত করতাম!
খুনের রংয়ে তোমার হ্রদয় রাংগিয়ে দিতাম!
কষ্টের সীমাহীন স্রোতে ভাসিয়ে নিয়ে-
কুমির-হাংগরের অভয়রাণ্যে তোমাকে ছুঁড়ে দিতাম!
(ভালবাসার গুষ্ঠি কিলাই...!)
অনেক ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর।
ভাইয়া, এই নেন।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন