Sad ছায়া হয়ে থাকবো তোমার পাশে Broken Heart

লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৯ অক্টোবর, ২০১৪, ০৭:২২:৫৫ সন্ধ্যা

“আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো হয়তো হাজার হাজার বছর পরে মাঘের নীল আকাশে সমুদ্রের দিকে যখন উড়ে যাবো আমাদের মনে হবে হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।” (জীবনানন্দ দাশ)

আমারও একটা পাখি ছিলো। মুক্ত আকাশে ছিল তার বিচরণ।পাখিটির উড়াউড়ি দেখে সবাই তাকে অনেক আদর করতো। উড়তে উড়তে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন পেয়ে গেলাম পাখিটির ঠিকানা। কিছুতেই ধরা দিতে চাচ্ছিলো না। অনেক বলে কয়ে পোষ মানাতে চেষ্টা করছিলাম। তারপর সেই থেকে শুরু তার সাথে ভাব জমানো। মাঝে মাঝেই উড়ে আসতো আমার বাটিতে। মাথায় হাত বুলিয়ে অনেক আদর দিতাম।আবার উড়ে যেতো মুক্ত আকাশে। এইভাবে চলতে থাকলো...

তাকে নিয়ে আমার স্বপ্নের যেন শেষ ছিলো না। শুধু একা নয় দুজনে মিলে পাখনা মেলে উড়বো অজানার পানে, যতদুর চোখ যায়। এভাবে প্রতীক্ষা করতে থাকি প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পল। তাকে না দেখলে যেন এক পলকও ভালো লাগে না। না দেখলে মনটা উদাস উদাস লাগতো। মনে হতো আমার যেন কেউ নেই। কিছুতেই মন বসাতে পারতাম না। পাগলের মত খুঁজতাম তাকে। যখন আবার সে ফিরে আসতো তখন মনটা আনন্দে উদ্বেলিত হতো। এভাবে চলতে থাকলো......

হঠাৎ একদিন পাখিটি তার প্রিয়জনকে নিয়ে আমার বাসায় হাজির।তিনি বললেন আমি জানি আপনি আমার পাখির দিকে অনেকদিন হলো নজর দিচ্ছেন। আজ থেকে আর দিবেন না কারণ সে শুধুই আমার। মাথায় যেন আমার আকাশ ভেঙে পড়লো। শরীরে কাপুনি দিয়ে জ্বর আসলো । মনে হচ্ছিলো এতদিন যে পাখিকে এত আদর, এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম সে কি তাহলে আমার সাথে মজা করেছে? ভাবতেই মনের মাঝে যে জলছবির স্বপ্নগুলো এঁকেছিলাম সেগুলো যেন ঝাপসা হতে লাগলো। এতদিনের বিশ্বাসে আমার চিড় ধরলো। তবুও তাকে আমি কখনো ভুল বুঝিনি। তাকে আগে যেমন ভালোবাসতাম এখনো বাসি। সবসময় আমার চোখের সামনে দিয়ে উড়ে যায় কিন্তু আগের মত আর আমার দিকে তাকায় না। আমি শূন্য মনে আকাশের পানে চেয়ে থাকি। প্রতীক্ষা করতে থাকি এই হয়তো আসবে কিন্তু আসে না। মনকে কিছুতেই বুঝাতে পারি না সে যে আর আমার নেই। Broken Heart

জানি পাখিকে আর কোনোদিন পাবো না তবুও ছায়া হয়ে থাকবো তোমার পাশে চিরদিন। মনের গহীনে যে তুমি বেঁধেছো বাসা সেই বাসাকে আমি চিরদিন লালন করতে চাই।

বিষয়: বিবিধ

২৪৩৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279409
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো গল্পটা পড়ে। যে পাখি হারিয়ে যায় সে আর ফিরে আসে না। শুধু পথ চেয়ে লাভ নেই। Rose Rose
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৩
226275
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ Good Luck Good Luck
279426
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : শুধু একা নয় দুজনে মিলে পাখনা মেলে উড়বো অজানার পানে, যতদুর চোখ যায়....অসাধারন লেখা হৃদয় ছোঁয়ে গেলো..তবে ভয় এই ভেবে ফেরারির পাখনা গজাইছে সে এখন উড়ে বেড়ায়...!!!তার মানে ফেরারিকে ধরা দায়... পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
226276
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ মুন্সি ভাই Rose Rose
279447
২৯ অক্টোবর ২০১৪ রাত ১০:১২
এবেলা ওবেলা লিখেছেন : নিজের মনের ভাল লাগা কেউ যখন আরেকজনের মনের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলেছে বলে দাবী করে তাকে ভূলে যাওয়াই ভাল বলে আমার মনে হয়-- আমি যদি ভূল না বুঝি -- আপনি রুপক অর্থে যে কাহিনী বর্ণনা করেছেন -- সেই অর্থে বল্লাম -- মাইন্ড কইরেন না ভাই ---
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
226277
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ Good Luck
279451
২৯ অক্টোবর ২০১৪ রাত ১০:২৯
আফরা লিখেছেন : ফেরারী মন ভাইয়া আপনি সেই পাখির শোকে ব্লগে আসা ছেড়ে দিয়েছেন বুঝি ?এটা ঠিক নয় । খাম খেয়ালী দুষ্ট পাখির কথা ভুলে যান ব্লগে সময় দেন আপনার মন ভাল হয়ে যাবে ।
আমরা সবাই আপনার জন্য দুয়া করব আপনি তার চেয়ে অনেক ভাল একটা পাখি পাবেন ।ইনশা আল্লাহ ।
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
226278
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ Good Luck Good Luck
279461
২৯ অক্টোবর ২০১৪ রাত ১১:০৬
ইক্লিপ্স লিখেছেন : ইসসস আরেকটু সাহিত্য ঢেলে দিতে পারলে আরো ভালো মুক্তগদ্য হতে পারতো। Day Dreaming আর ওটা পড়লে পক্ষী মামী নিশ্চয় ফিরে আসতো। Bee
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৬
226280
ফেরারী মন লিখেছেন : সাহিত্যে জানা নাই খালা। মন্তব্যের জন্য ধন্যবাদ
279476
৩০ অক্টোবর ২০১৪ রাত ১২:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ইক্লিপ্স লিখেছেন : ইসসস আরেকটু সাহিত্য ঢেলে দিতে পারলে আরো ভালো মুক্তগদ্য হতে পারতো। Day Dreaming আর ওটা পড়লে পক্ষী মামী নিশ্চয় ফিরে আসতো। Bee
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৬
226281
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ
279511
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫২
কাহাফ লিখেছেন :
মনির খানের একটু গান শুনাই.....
"এতো বেশী আপন ছিলে- করিনি খেয়াল,
মাঝে কবে উঠে গেছে কাচের ই দেয়াল!"

নতুন পাখী নতুন রুপে আপনার জীবনে আবার আসুক এই শুভ কামনা আমার!!!
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৭
226282
ফেরারী মন লিখেছেন : পাখি উড়ে গেলে আর আসেনা ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
279606
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৮
ফকীহে মুজতাহিদ লিখেছেন : Mervelous Writting.
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৭
226283
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ আপনাকে
279778
৩০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. It is a great pleasure your presence with beautiful writing. Jajakallahu khair.
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৮
226284
ফেরারী মন লিখেছেন : অলাইকুমআসসালাম আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ
১০
282880
১০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
জোনাকি লিখেছেন : Praying
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৮
226285
ফেরারী মন লিখেছেন : Rose
১১
288706
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন : বিয়ের আগে কাউকে নিজের ভাবা ঠিক না, এতে শুধুই কষ্ট আর বেদনা ছাড়া কিছুই পাওয়া যায় না। Broken Heart Punch
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:০২
232430
ফেরারী মন লিখেছেন : হ Broken Heart Broken Heart
১২
288711
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৩
ছালসাবিল লিখেছেন :




Broken Heart পাখিরে তুই Broken Heart দুরে থাকলে Broken Heart কিচুই আমার Broken Heart ভালো লাগেনা Broken Heart
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:০২
232431
ফেরারী মন লিখেছেন : Broken Heart Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File