ছায়া হয়ে থাকবো তোমার পাশে
লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৯ অক্টোবর, ২০১৪, ০৭:২২:৫৫ সন্ধ্যা
“আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো হয়তো হাজার হাজার বছর পরে মাঘের নীল আকাশে সমুদ্রের দিকে যখন উড়ে যাবো আমাদের মনে হবে হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।” (জীবনানন্দ দাশ)
আমারও একটা পাখি ছিলো। মুক্ত আকাশে ছিল তার বিচরণ।পাখিটির উড়াউড়ি দেখে সবাই তাকে অনেক আদর করতো। উড়তে উড়তে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন পেয়ে গেলাম পাখিটির ঠিকানা। কিছুতেই ধরা দিতে চাচ্ছিলো না। অনেক বলে কয়ে পোষ মানাতে চেষ্টা করছিলাম। তারপর সেই থেকে শুরু তার সাথে ভাব জমানো। মাঝে মাঝেই উড়ে আসতো আমার বাটিতে। মাথায় হাত বুলিয়ে অনেক আদর দিতাম।আবার উড়ে যেতো মুক্ত আকাশে। এইভাবে চলতে থাকলো...
তাকে নিয়ে আমার স্বপ্নের যেন শেষ ছিলো না। শুধু একা নয় দুজনে মিলে পাখনা মেলে উড়বো অজানার পানে, যতদুর চোখ যায়। এভাবে প্রতীক্ষা করতে থাকি প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পল। তাকে না দেখলে যেন এক পলকও ভালো লাগে না। না দেখলে মনটা উদাস উদাস লাগতো। মনে হতো আমার যেন কেউ নেই। কিছুতেই মন বসাতে পারতাম না। পাগলের মত খুঁজতাম তাকে। যখন আবার সে ফিরে আসতো তখন মনটা আনন্দে উদ্বেলিত হতো। এভাবে চলতে থাকলো......
হঠাৎ একদিন পাখিটি তার প্রিয়জনকে নিয়ে আমার বাসায় হাজির।তিনি বললেন আমি জানি আপনি আমার পাখির দিকে অনেকদিন হলো নজর দিচ্ছেন। আজ থেকে আর দিবেন না কারণ সে শুধুই আমার। মাথায় যেন আমার আকাশ ভেঙে পড়লো। শরীরে কাপুনি দিয়ে জ্বর আসলো । মনে হচ্ছিলো এতদিন যে পাখিকে এত আদর, এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম সে কি তাহলে আমার সাথে মজা করেছে? ভাবতেই মনের মাঝে যে জলছবির স্বপ্নগুলো এঁকেছিলাম সেগুলো যেন ঝাপসা হতে লাগলো। এতদিনের বিশ্বাসে আমার চিড় ধরলো। তবুও তাকে আমি কখনো ভুল বুঝিনি। তাকে আগে যেমন ভালোবাসতাম এখনো বাসি। সবসময় আমার চোখের সামনে দিয়ে উড়ে যায় কিন্তু আগের মত আর আমার দিকে তাকায় না। আমি শূন্য মনে আকাশের পানে চেয়ে থাকি। প্রতীক্ষা করতে থাকি এই হয়তো আসবে কিন্তু আসে না। মনকে কিছুতেই বুঝাতে পারি না সে যে আর আমার নেই।
জানি পাখিকে আর কোনোদিন পাবো না তবুও ছায়া হয়ে থাকবো তোমার পাশে চিরদিন। মনের গহীনে যে তুমি বেঁধেছো বাসা সেই বাসাকে আমি চিরদিন লালন করতে চাই।
বিষয়: বিবিধ
২৪৩৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা সবাই আপনার জন্য দুয়া করব আপনি তার চেয়ে অনেক ভাল একটা পাখি পাবেন ।ইনশা আল্লাহ ।
মনির খানের একটু গান শুনাই.....
"এতো বেশী আপন ছিলে- করিনি খেয়াল,
মাঝে কবে উঠে গেছে কাচের ই দেয়াল!"
নতুন পাখী নতুন রুপে আপনার জীবনে আবার আসুক এই শুভ কামনা আমার!!!
পাখিরে তুই দুরে থাকলে কিচুই আমার ভালো লাগেনা
মন্তব্য করতে লগইন করুন