ক্যানরে করিস বড়াই তোরা Sad Sad

লিখেছেন লিখেছেন ফেরারী মন ১৩ অক্টোবর, ২০১৪, ১০:৪৪:০৬ সকাল



ক্ষণিকেও এই পৃথিবীতে মানুষ আসে, কিছুদিন বাঁচে তারপর আবার চলে যায় না ফেরার দেশে যেখানে আমাদের চিরদিনের বসবাস। আমরা চাইলেই হাজার হাজার বছর বাঁচতে পারবো না। একদিন না একদিন ফিরতেই হবে সেই ঘরে। মাঝে মাঝে সৃষ্টিকর্তার উপর বড্ড অভিমান হয়, বলতে ইচ্ছে করে কেনো আমাদের সৃষ্টি করো আবার কেনই বা তুমি মৃত্যু দাও। এর মাঝে তুমি কি আনন্দ খুঁজে পাও? কেন তুমি আমাদের অনন্তকাল ধরে বাঁচিয়ে রাখো না?

সকালে নেট ওপেন করেই ড. পিয়াস করিম স্যারের মৃত্যুর সংবাদে আমি সত্যি ব্যথিত ও মর্মাহত। টিভি ওপেন করলেই যার হাস্যোজ্জ্বল মুখটি ভেসে উঠে, তথ্যনির্ভর ও অকাট্য যুক্তিনির্ভর কথার খই ফোটে যে মুখে ইচ্ছে করলেই আর কোনদিন তার মুখের সেই অমিয় বাণীগুলো শুনতে পাবো না। শুনতে পাবো না সকল অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতনের পক্ষে কথা বলার কোনো সাহসী ও বলিষ্ঠ মানুষ। তাই বলি দুদিনের এই দুনিয়ার আমরা টিকে থাকার জন্য কত মারামারি, কাটাকাটি, হানাহানি করছি কিন্তু কখনো ভাবি না আমাকেও একদিন চলে যেতে হবে সেই অন্ধকার দুনিয়ায়।

শুধু সৃষ্টিকর্তার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলবো হে আল্লাহ তুমি তাঁকে বেহেশতের সর্বোচ্চ আসনে আসীন করো। তাঁর সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করো। আমীন Praying Praying

বিষয়: বিবিধ

১৭৭৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273830
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৬
কাহাফ লিখেছেন :
'জন্মিলে মরিতে হইবে'এই তো বিধির বিধান।
তারপরও এমন করে চলে যাওয়া কষ্টের বিষয় হয়ে দাড়ায়।
মহান আল্লাহ উনাকে ভূল-ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান করে নিন-এই দোয়া আমাদের।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০০
217790
ফেরারী মন লিখেছেন : সবাইকেই একদিন চলে যেতে হবে কাহাফ ভাই কিন্তু কিছু কিছু মৃত্যু যেন মেনে নিতে সত্যি কষ্ট হয়। তার জন্য দোয়া করি যেন তিনি বেহেশতবাসী হতে পারেন। Praying Praying
273835
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৫
সুশীল লিখেছেন : Yawn Yawn Yawn Worried Worried
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৮
217792
ফেরারী মন লিখেছেন : Worried Worried Talk to the hand Talk to the hand
273859
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আর যখন সময় এসে যাবে- এক মুহূর্তো দেরী করা হবেনা...

প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত আগামীর জন্য সে কী পাথেয় সঞ্চয় করে পাঠিয়েছে..


আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন ও জান্নাতনসীব করুন
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৫
217836
ফেরারী মন লিখেছেন : অলাইকুমআসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমাদের সকলের উচিত এই পৃথিবী থেকে আখেরাতের পূজি সঞ্চয় করা। চমৎকার বলেছেন সাইফ ভাই। অশেষ ধন্যবাদ
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪০
217841
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আবু সাইফ বড্ড বিপদে আছেন, আপনাদের নেকনজর প্রত্যাশী

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
273914
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৩
ইবনে আহমাদ লিখেছেন : অবেলায় চলে গেলেন। মহান আল্লাহর ইচ্ছার প্রতি আমাদেরকে সন্তুষ প্রকাশ করতে হবে। তার জন্য দোয়া করা ছাড়া আর কোন উপায় নেই।
আপনাকে ধন্যবাদ।
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৩
217876
ফেরারী মন লিখেছেন : আসুন আমরা সবাই উনার জন্য দোয়া করি।
274000
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৫
আবু ফারিহা লিখেছেন : অাল্লাহ তাঁকে ক্ষমা করুন।
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৭
217974
ফেরারী মন লিখেছেন : করুক আমিন
274034
১৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৮
218149
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ ভাই।
274133
১৪ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৬
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ ইন্নাা ইলাইহে রাজেউন৷
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৯
218150
ফেরারী মন লিখেছেন : আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক আমিন
274545
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৬
সায়েম আহমেদ লিখেছেন : সৃষ্টিকর্তার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৫
218519
ফেরারী মন লিখেছেন : আল্লাহ উনাকে বেহেশতবাসী করুন আমিন
১৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
218680
সায়েম আহমেদ লিখেছেন : আমীন
278899
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আজ বেঁচে থাকি-
নিঃশব্দ সমাপ্তির আশায়
অবোধ পৃথিবী ভাল লাগেনা
ভালো লাগেনা নির্লিপ্ত বেঁচে থাকা
নিঃস্বঙ্গ জীবন বড়ই দুর্বিসহ
মানুষের ভেতর অসুন্দর হৃদয়-
বেমানান লাগে ।
************************
আমি বলবোনা অবেলায় চলে গেছেন...কারন তাতে আল্লাহর সীদ্ধান্তের সাথে কূফরী হবে,বলতে হবে তার জীবন ও কর্ম নিয়ে...এই প্রফেসার ড.পিয়াস করিম ছিলেন চরম মানবিক মূল্যবোধ সম্পন্ন্য একজন সরল মানুষ যার জন্য বিবেকবান প্রত্যেকটি মানুষ শোকাহত এবং দোয়ায়রত...আল্লাহ ওনাকে ক্ষমা করবেন এটাই প্রত্যাশা করি...আমার কবিতার ভাষায় যদি বলি....খেলা তোমার বুঝিবারে নাহি পারে কেউ

দিতে পার মরুর বুকে শীতল পানির ঢেউ

দিনকে কর রাত্র তুমি রাতকে কর দিন

নিখিল ভুবন চালাও তুমি ক্লান্তি বিরামহীন।

মালিক তুমি সব জাহানের একাই অধিপতি

ইচ্ছায় কর কল্যাণ তুমি ইচ্ছায় কর ক্ষতি

মণিব তুমি মাবুদ তুমি গাফুর দয়াময়

রহমান তুমি রাহিম তুমি সদা সর্বময়।

সুন্দর তুমি মহান প্রভু সর্ব শক্তিমান

একক তুমি অদ্বিতীয় আরশে বিদ্যমান

মাটির বুকে ফলাও ফসল-আকাশ থেকে বর্ষ পানি

সব অবদান তোমার মাবুদ-তুমি মহাবিজ্ঞ জ্ঞ্যানি।

সৃষ্টি তোমার স্রষ্টা তুমি মহান রাজাধিরাজ

শাসন তোমার বিধান তোমার সর্ব কর বিরাজ

প্রজা তোমায় দিলে কিছু বহুগুণে কর জমা

নেকিরে দাও জান্নাত তুমি-পাপিরে দাও ক্ষমা।
অনেক ধন্যবাদ।
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৪
226287
ফেরারী মন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ মুন্সি ভাই। সুন্দর একটি কবিতা জুড়ে দিয়ে মন্তব্যটাকে সুসজ্জিত করার জন্য।
১০
282878
১০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
জোনাকি লিখেছেন : Ameen.
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৪
226288
ফেরারী মন লিখেছেন : আমীন Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File