তুমি থাকলে পাশে
লিখেছেন লিখেছেন ফেরারী মন ০৮ অক্টোবর, ২০১৪, ১০:০২:৫৩ রাত
তুমি থাকলে পাশে
সূর্যকে বলি তোমার আলো নিভাও তাঁর আলোতেই আলোকিত হবে ধরণী
তুমি থাকলে পাশে
আকাশকে বলি তোমার বিশালতার তাবু নামাও তাঁর বিশালতায় ঢাকবে আকাশ
তুমি থাকলে পাশে
সাগরকে বলি তোমার গভীরতা তাঁর চিন্তার ধারেকাছেও নেই
তুমি থাকলে পাশে
চাঁদকে বলি তুমি হলে রাতজাগা জোনাকির মিটিমিটি আলো
তুমি থাকলে পাশে
মনে কত ভাব আসে
তুমি নাই তো কিছু নাই
জগতটারে মনে হয় অন্ধকার
বিষয়: বিবিধ
৪০৫০ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিইনা ক্ষুদ্র। জোনাকিও প্রতিদিন জ্বলে অল্প হলেও আমি হয়তো তাও পারিনা।
এটা তো একটা কবিতা তাই যতবেশী আবেগ আছে ঢালুন কোন অসুবিধা নাই ।
ধন্যবাদ আবেগীয় কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য ফেরারী ভাইয়া ।
সাথে এটা বলতে চাই, এমন কবিতা আপনার 'তুমি'কে শুনালে কিন্তু খুশীতে কান্না করে দিবে!
ইনশা আল্লাহ, এই কবিতার মর্মবাণী আপনার 'আমি'র কাছে পৌঁছে যাক। সে এসে আপনার জগতকে আলোয় আলোময় করে তুলুক।
জাজাকাল্লাহু খাইর।
তুমি পাশে থাকলে যেন..
নিঃশ্বাস বন্ধ হয়ে যায়,
তোমার বিষাক্ত কুৎসিততায়-
বাতাসের গতি বেগ থেমে যায়।
"ফুলের মত যাদের হ্রদয়......" বলে ফুলের পবিত্রতাকেই অপমান করা হয় না ভাই@ফেরারী মন...?
আপনার উপমায়িত অনন্য প্রতিমন্তব্য ও আন্তরিক দোয়ার জন্যে জাযাকাল্লাহ জানাচ্ছি ভাই@ফেরারী মন.......
আপনাকেও শুভ কামনা
ফেরারী মন কি আমার মুখোমুখী হবে? আমার সাথে চা খেতে এসে পাকরাওয়ের স্বীকার হলে তখন ক হবে!
আমি কিন্তু চা খেতে এবং খাওয়াতে চাই!
ফেরারী জীবন আমার,ফেরা হবেনা আর |এটা কি?
আপনাকে ফেরার আহবান কেউ করেনি বুঝি?
আচ্ছা আচ্ছা ঠিক আছে|আমি করছি তাহলে|ফিরে আসুন ভাইয়া|
পড়লাম, জাযাকাল্লাহ..
দোয়া করি "সেই তুমি" যেন আপনার সাথেই থাকেন
(আমিতো জানি যে তিনি সাথেই আছেন,
আপনিই হয়তো কখনো ভুলে থাকেন)
দোয়া করবেন যেন সে আমার সাথেই থাকে।
মন্তব্য করতে লগইন করুন