আমার হৃদয়টা তো কংক্রিটের তৈরি দেয়াল নয়
লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৬:৩৮ রাত
মাঝে মাঝে অভিমানি মেঘগুলো যখন খেলা করে মনের আকাশে
তুমি এসে তাড়িয়ে দাও তা প্রবল বাতাসে
আমার ধুলিমাখা জীর্ণ হৃদয়টাতে তখন ফিরে পায় সজীবতা
হয়তোবা পথ চেয়ে থাকি তোমার আসার প্রতীক্ষায়
তুমি এলে শূন্য হৃদয়টা তখন নেচে উঠে আপন মহিমায়
আমি চিনেছি তোমার মনকে
তাইতো শক্ত রশির বন্ধনে আগলে রেখেছো শত প্রাণকে
এই ছন্দহীন, স্থবির মনটাকে করেছো গতিময়
আমার হৃদয়টা তো কংক্রিটের তৈরি দেয়াল নয়
শরতের শুভ্র কাশে দোল খাওয়া পাঁপড়ি
তাই হয়তো সহজেই ঠুনকো ছোঁয়ায় নুইয়ে পড়ে
তাই বলি আর কতটা ঋণী করবে আমায়!
বিষয়: বিবিধ
১৯৩৫ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেম এসেছিল নিঃশব্দ চরণে।
তাই স্বপ্ন মনে হল তারে
দিই নি তাহারে আসন।।
বিদায় নিলো যবে,
শব্দ পেয়ে গেনু ধেয়ে।
সে তখন স্বপ্ন কায়া বিহীন
নিশীথ তিমিরে বিলীন
দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা
স্মৃতির পাঁপড়িগুলো অশ্রুজলে ধূয়ে কষ্টের হামানদিস্তায় পিষে যে নির্যাস বের হয় তাতে শব্দের মদু মাখিয়ে পরিবেশন করলে তার নাম হয় কবিতা
আপনার কবিতার বাগান সুশোভিত ও সুবাসিত হোক
আমার এটা কবিতা নয়। কারণ অত নির্যাস আমার মাথায় কাজ করে না।
মন্তব্য করতে লগইন করুন