Sad Sad যে কারণে আমার মত ভদ্র ছেলেদের কপালে প্রেমিকা জোটে না Broken Heart Broken Heart

লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৯:১০ রাত



ছেলেটি খুব ভালো। নম্র-ভদ্র স্বভাবের, কারো সাথে খারাপ ব্যবহার করে না, লেখাপড়ায়ও ভালো। অন্যদিকে ক্যারিয়ার সচেতন, মা-বাবার খেয়াল রাখে, সমাজে সকলেই তাঁদেরকে ভালো ছেলে হিসাবে জানে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভালো ছেলেগুলোর প্রেমিকা হয় না। বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই মন ভাঙার যন্ত্রণা ছেলেটি একা বহন করে বেড়ায়। কেন হয় এমন? সেই প্রশ্নের জবাব রইলো এই ফিচারে।

১) গায়ে পড়া স্বভাব নেই

ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারো সাথেই গায়ে পড়ে আলাপ করতে পারেন না। এমনকি কেউ আলাপ করতে এলেও অনেকেই নিজের মাঝে গুটিয়ে থাকেন। ফলে তাঁদের পরিচিত মানুষের পরিধি হয় অনেক কম। আর মেয়েদের সাথে পরিচয়ও হয় কম।

২)তারা ছলকলা বোঝে না

প্রেম করতে ও কোন মেয়েকে প্রেমে ফেলতে গেলে একটু কৌশল, একটু ছলকলা জানতেই হয়। বলাই বাহুল্য যে ভালো ছেলেরা এসব থেকে একশ হাত দূরে থাকেন এবং এগুলো বোঝেনও না। প্রেমের সপ্ত ছলকলা এদের রপ্তের বাইরেই থেকে যায়।

৩) ভালো ছেলেরা "বোরিং" হয়

মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি। তাঁদের প্রেমিকা হওয়াকে মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়। অন্যদিকে ভালো ছেলেদেরকে তাঁদের চোখে মনে হয় "বোরিং"।

৪) মায়ের কথা মেনে চলে

বেশিরভাগ ভালো ছেলে মায়ের কথা খুব শোনে। মায়ের পছন্দ ছাড়া বিয়ে করবো না, কিংবা সব সিধান্তে মাকে শামিল করে তারা। এই ব্যাপারটা বেশিরভাগ মেয়ে পছন্দ করে না।

৫) ক্যারিয়ার নিয়ে বেশী সচেতন

বেশিরভাগ ভালো ছেলেই নিজের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন। আর এই সবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার। যখন বুঝতে পারেন, ততক্ষণে দেরি হয়ে গেছে।

৬) মিথ্যা বলতে পারে না

প্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষ মিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা, নিজেকে একটু হিরো সাজিয়ে উপস্থাপন করা ইত্যাদি ভালো ছেলেরা পারেই না একদম। ফোলে মেয়েরাও পটে না সহজে।

৭) শুরুতেই সিরিয়াস হয়ে যায়

কারো সাথে প্রথম প্রথম ডেটিং-এই এই ধরণের ছেলেরা খুব বেশী সিরিয়াস হয়ে যায়। মেয়েটির ওপরে অধিকার ফলাতে থাকে। আর এটাই সম্পর্কটাকে সামনে এগোতে বাঁধা দেয়।

৮) প্রচণ্ড আবেগী হয়

বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা হয় প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। এরা খুব অভিমানী স্বভাবেরও হয়। তাই তুচ্ছ কারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুন সম্পর্ক হয় না।

৯) খারাপ মেয়েদের খপ্পরে পড়ে

বেশিরভাগ ভালো ছেলেই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারে না। ফলে তারা পুরুষ লোভী কিছু খারাপ মেয়েদের খপ্পরে পড়ে। এবং অন্য মেয়েদের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে।

১০) সম্পর্কভীতি কাজ করে

প্রেম করলে কী হবে? যদি বিয়ে না করতে পারি? বাসায় জানলে কী হবে? কীভাবে প্রপোজ করবো... সম্পর্ক নিয়ে ইত্যাদি হরেক রকম ভীতি কাজ করে অনেকের মনেই। আর এর ফলে তাঁদের প্রেম করাটাই হয়ে ওঠে না। প্রিয়

বিষয়: বিবিধ

২২৯৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269278
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫২
বিন হারুন লিখেছেন : বিয়ের আগে প্রেমিকা জোটালে ছেলেটা আর ভদ্রের তালিকায় থাকে না.
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
213077
ফেরারী মন লিখেছেন : ওয়াকি এইয়্যা কি কতিছেন? তাহলে প্রেম যে স্বর্গীয় সেটা কি বিয়ের পরের প্রেমকে বোঝায়? Surprised Surprised
269287
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ফেরারী ভাইয়া। আল্লাহ্‌র উপর ভরসা রাখুন। নিয়্যত সহি রাখুন। ধৈর্য অবলম্বন করুণ। নিশ্চয়ই আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে আছেন। আর তিনি ওয়াদার বরখেলাপ করেন না। জাজাকাল্লাহু খাইর।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৭
213079
ফেরারী মন লিখেছেন : অলাইকুমআসসালাম আপু। ধৈর্য ধরেই তো আছি নাহলে একুশ পেরিয়েছি ৬ বছর হলো। Sad Broken Heart
269303
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩১
আহ জীবন লিখেছেন : শোনেন। বিয়ের পর প্রেম করেন। জীবনটা সুখের হবে।

আমি বিয়ের পর বউকে বলেছিলাম। "ভালো বাসবো বলে ভালো বেসো, ভালো বাসতে হবে বলে নয়"।

স্বাধীনতা সবাই চায়। সীমার ভিতর অসীম করে দিন। এমনিই ভালো বাসা পাবেন।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪০
213128
ফেরারী মন লিখেছেন : প্রেমিকা না জুটলে তো সেগুলো বউয়ের জন্য জমা করেই রাখতে হবে। উপায় কি তাছাড়া Sad
269312
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা প্রেম করে তারা প্রথমেই নিজের পরিবার থেকে প্রেমিকারে বেশি গুরুত্ব দেয়!!
তাই ভাল ছেলে হইলে প্রেমিকা থাকার চান্স নাই।(মেয়েদের জন্যও একই কথা প্রযোজ্য)।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৫
213135
ফেরারী মন লিখেছেন : সেইজন্যই তো এখনো নিজেকে ভদ্র বলে দাবি করতে পারি। নাহলে কি পারতাম বলেন? Worried
269314
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভাইরে, ভালো হওয়াটাই জরূরী; প্রেম করা নয়। তবে আমার ধারণা যে সত্যিকার অর্থে ভালো সে কখনও প্রেম নামক নির্লজ্জতার কাজ করতে পারেনা।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫১
213141
ফেরারী মন লিখেছেন : Sad Sad Broken Heart Broken Heart Applause Applause হু মেনে নিলুম Love Struck Love Struck
269322
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০০
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ______প্রত্যেকটি পয়েন্টই ইমপরটেন্ট!!! এন্ড এবসুলুটলি কারেক্ট! আমি আমার অভিজ্ঞতায় তাই দেখেছে যা আপনি বলেছেন। Thank You, Thanks a lot for good description about that!
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৩
213150
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপনার কি প্রেমিকা আছে? Smug থাকলে আপনি অভদ্র আর না থাকলে ভদ্র কোনটা? Worried
269337
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
আফরা লিখেছেন : ভদ্র ছেলেরা প্রেমিকা পায় না তবে ভাল একটা বউ পাবে ।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৩
213169
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা তাই যেন হয়। রব্বুল আলামীন তোমার দুয়া কবুল করুক। আমিন Praying
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
213489
আফরা লিখেছেন : এটা কিন্তু ঠিক হয়নি ।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
213501
ফেরারী মন লিখেছেন : কোনটা মডু আপু?
269338
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৯
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভাই আপনার পুতুল যদি এই পোস্ট দেখে তাহলে কপালে কিন্তু শনি আছে Chatterbox Chatterbox আর প্রেম নিয়ে তেমন আগ্রহ নেই , যদিও আমি ভালো ছেলে না , আমার ফেজবুকে ১৫০০+ মেয়ে বন্ধু আছে সবাই রিয়েল এবং ভালো লেখিকা কিন্তু কেউ বলতে পারবেনা কোন দিন হাই/হ্যালো বলেছি , কেউ নক করলে পারলে উত্তর দেই না হলে আন সিন থাকে , ধন্যবাদ Cheer Cheer Cheer
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৪
213170
ফেরারী মন লিখেছেন : যাক অন্তত একটা ভদ্র ছেলে পাওয়া গেলো । Big Hug আমার পুতুল তো আমার বউ হবে। কিন্তু সে এখনো আসেনি ঘরে। সে এখন তার নিজের বাড়িতে। Love Struck Love Struck
269356
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৬
বুড়া মিয়া লিখেছেন : কঠিন বিশ্লেষন ... ভালো হয়েছে
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৮
213299
ফেরারী মন লিখেছেন : Winking) Winking)
১০
269380
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৯
পবিত্র লিখেছেন : ফাতিমা মারিয়াম আপু লিখেছেন : ভাইরে, ভালো হওয়াটাই জরূরী; প্রেম করা নয়। তবে আমার ধারণা যে সত্যিকার অর্থে ভালো সে কখনও প্রেম নামক নির্লজ্জতার কাজ করতে পারেনা।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
213301
ফেরারী মন লিখেছেন : আচ্ছা প্রেম করুমনা। ডাইরেক্ট বিয়ের প্রস্তাব হৈছে Love Struck Love Struck
১১
269438
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৭
মামুন লিখেছেন : ধন্যবাদ।
অনেক ভালো লাগলো লেখাটি।
এখন আপনি সিদ্ধান্ত নিন, ভালো ছেলে হয়ে হা-হুতোশ করবেন? নাকি ভালো ছেলের গুণগুলোকে বর্জন করে পরম নির্ভরতায় কারো কোমল হাতে হাত রেখে দুরন্ত বাতাসের ভেলায় উড়ে বেড়াবেন?
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Thumbs Up Good Luck Good Luck
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০০
213302
ফেরারী মন লিখেছেন : কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন ভাই। At Wits' End
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
213353
মামুন লিখেছেন : ধন্যবাদ।
তবে উত্তর দেবার দরকার নাই। যেভাবে মাথা চুলকাচ্ছেন, চুলই না পড়ে যায়। শেষে আমার এখনকার মত অবস্থা হয়ে যাবে।Happy
শুভেচ্ছা রইলো।Good Luck Good Luck
১২
272011
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৩
কাওছার জামাল লিখেছেন : ভেরি ইন্টারেষ্টিং
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:১৩
216150
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ ঈদ মুবারক Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File