আজও ফিরে এলেনা
লিখেছেন লিখেছেন ফেরারী মন ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৮:৪২ সন্ধ্যা
দিন শেষে গোধূলির বেশে আবীরে ঢেকে যায় পৃথিবী
সন্ধ্যার আঁধার, বিদঘুটে অন্ধকার যখন চারপাশ
ক্লান্ত আমি, বিষণ্ণ ভরা মন, আমার গগন,
আজও ফিরে এলেনা সেই তুমি
তুমিহীনা আর কত একাকী রাত জাগবো আমি।
একা একা রাত জাগা কত কষ্টের জানো কি তুমি?
কি করে জানবে বলো,
ঐশ্বর্যের ভিতর থেকে তোমার হৃদয় যে আজ মরুভূমি!
ফেরারী স্মৃতি বুকে একা একা রাত জেগেছো কখনো?
তুমিবিহীন বিনিদ্র রজনী জেগে জেগে আমি জেনেছি
নিঃসঙ্গতা কি !
তুমিহীন কষ্টের নীল চাদরে মোড়ানো আজ আমার পৃথিবী ।
বিষয়: বিবিধ
২৩৯২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এই গরীবের ঘরে আপনার আগমন সত্যি আবেগে আপ্লুত করলো আমাকে।
কবি জীবনানন্দের সাথে এইখানে আমার অমিল। উনি লিখেছেন,
আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে
এই বাংলায় হয়তো মানুষ নয়-- হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
আজও ফিরে এলেনা সেই তুমি "
তুমিবিহীন বিনিদ্র রজনী জেগে জেগে আমি জেনেছি
নিঃসঙ্গতা কি !"- খুব সুন্দর কিছু অনুভূতি। অনেক ভালো লাগল কবিতাটি।
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
সে হীন কষ্টের নীল চাদরে মোড়ানো পৃথিবীটা ঘষে-মেজে 'আমরা' যুক্ত ভালবাসার লাল গোলাপীর প্রলেপ মেখে দিন না....প্লিজ...........।
মন্তব্য করতে লগইন করুন