কিন্তু তাই বলে এভাবে!!
লিখেছেন লিখেছেন ফেরারী মন ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৮:৩৭ দুপুর
প্রেম তুমি অমর, স্বর্গীয় সুখ
আসুক না যত জরা, হাজারো দুখ
জীবন ক্ষণস্থায়ী হলেও প্রেমটা অমর। প্রেম সত্য, চিরন্তন ও শাশ্বত। ‘প্রেম’ স্বর্গ থেকে আসে। জীবনে ‘প্রেম’ ছাড়া চলা সত্যি দায়। প্রেমের কারণে পৃথিবীতে বেঁচে থাকা। প্রেমের জন্য সংসার, প্রেমের জন্য দাঙ্গা, ফ্যাসাদ, খুন-খারাবী। প্রেমের টানে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের পরিত্যাগ করে প্রেমিক-প্রেমিকার ঘর বাঁধা। প্রেমই মানুষকে দেয় বেগ, সামনে চলার পথকে করে মসৃণ। তবে ব্যতিক্রম যে নেই সেটা পরের কথা।
ভারতের বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন একবার ইউরোপের কোনো এক দেশে তার চিত্রকর্ম প্রদর্শনীতে এক মেয়েকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন। দেশে ফেরার পর তাদের মাঝে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিলো না। মাঝখানে পেরিয়ে গেছে অনেক বছর তারপর সেই দেশেই কোনো এক চিত্রকর্ম প্রদর্শনীতে আবার তাদের মাঝে দেখা কিন্তু তখনো তাদের মাঝে প্রেমের আভাটা রয়েই গেছে। দেশে ফিরে তিনি একটা উক্তি করেছিলেন,
"বিয়ে একমাত্র সমাধান নয় তবে প্রেমটা বেঁচে থাকে হাজার বছর।
(অনেক বছর আগে তার সম্পর্কে পড়েছিলাম তাই গুছিয়ে লিখতে পারলাম না)
ভরা ভাদরে আকাশের পানে চেয়ে সাদা মেঘের ভেলায় চড়ে নানা কাব্য মনে আসে। এটা আসবেই। প্রেম না থাকলে যেমন কবি হওয়া যায় না তেমনি ভালো মানুষও হওয়া যায় না। কিন্তু তাই বলে প্রেমের জন্য এভাবে নিজেকে নগ্নভাবে উপস্থাপন? মানলাম আপনি না হয় ধার্মিক মানুষ, দু-চার কলম কুরআন হাদিসের এলেম আছে। নিজেকে একজন পাক্কা মুমিন মুসলমান দাবি করেন আবার ভিন্ন নামে অন্যকে জ্ঞান দিতেও ভোলেন না। তাই বলে এভাবে ব্লগে প্রচার করে বেড়াতে হবে যে একমাত্র আমিই যোগ্য।
ব্লগিং লাইফ ক্ষণস্থায়ী। এখানে আজ আছি তো কাল নেই। জীবনে হাজার সমস্যার মাঝে যদি কিছু সময় হাসি ঠাট্টায় কাটানো যায় তাতে মন্দ কি। আজ ব্লগ ছেড়ে দিলে কাল কে কোথায় থাকবে তার হদিস পাওয়া যাবে না। তাই সবাইকে বলবো আসুন নিজেকে এত বড়/শ্রেষ্ঠ না ভেবে নিজের কাজগুলো নিজে করে যাই তাতেই মানুষ স্মরণে রাখবে।
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
" ভরা ভাদরে আকাশের পানে চেয়ে সাদা মেঘের ভেলায় চড়ে নানা কাব্য মনে আসে। এটা আসবেই। প্রেম না থাকলে যেমন কবি হওয়া যায় না তেমনি ভালো মানুষও হওয়া যায় না। কিন্তু তাই বলে প্রেমের জন্য এভাবে নিজেকে নগ্নভাবে উপস্থাপন? মানলাম আপনি না হয় ধার্মিক মানুষ, দু-চার কলম কুরআন হাদিসের এলেম আছে। নিজেকে একজন পাক্কা মুমিন মুসলমান দাবি করেন আবার ভিন্ন নামে অন্যকে জ্ঞান দিতেও ভোলেন না। তাই বলে এভাবে ব্লগে প্রচার করে বেড়াতে হবে যে একমাত্র আমিই যোগ্য।"- এই লাইনগুলো কি কাউকে উদ্দেশ্য করে লেখা?
ভালো লাগলো লেখাটি।
অনেক অনেক শুভেচ্ছা রইলো।
তাই, আপনার সাথে এই পয়েন্টে একমত -
আপনার অনুভূতি বুঝতে পারছি। এরকম পর্যায় আমি ফেসবুকের প্রথম পর্বগুলিতে ফেস করেছি, বলতে গেলে এখনো ফেস করছি। কারণ এই ভার্চুয়াল জগতটাতে বারো রকমের মানুষ অবস্থান করে তাঁদের তেরো রকমের চিন্তা-ভাবনা নিয়ে। এই অতিরিক্ত এক রকমের চিন্তা-ভাবনা-ই যত গোল বাঁধায়।
একেবারে নিজের মতন থাকুন- সবার মাঝে সবাইকে নিয়ে।
আল্লাহ পাক সেই তৌফিক দান করুন-আমীন। @ফেরারী মন
মন্তব্য করতে লগইন করুন