ভালো মানুষ হতে সুন্দর মন লাগে Rose Rose (শিক্ষণীয় গল্প)

লিখেছেন লিখেছেন ফেরারী মন ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৭:২৬ রাত

ধানমণ্ডি লেকের পাড়ে বসে ছিলাম। একা একা। দেয়ালের উপর

বসে পা ঝুলিয়ে। আমার সামনে স্কুল বা কলেজের ড্রেস পরে কিছু ছেলে গান গাচ্ছে। তার পাশে কিছু বন্ধু বান্ধবি সহ একটা ফ্রেন্ড সার্কেল।

পোশাক দেখে বোঝাই যায় অতি উচ্চবিত্তের ছেলে মেয়ে তারা।

নানা রকম ঠাট্টা তামাশা, হই হুল্লোড় করে যাচ্ছে নিজেদের মধ্যে। ফ্রেন্ড সার্কেল বলে কথা। যে যার গায়ে যেভাবে খুশি হাত দিচ্ছে, মারামারি করছে, জড়িয়ে ধরছে। দেখে ভালই লাগছে (!!!) আধুনিক বন্ধুত্ব। আফসোস ও লাগছে খানিকটা, আমার এমন কোন ফ্রেন্ড সার্কেল নেই।

আর ওদের দিকে তাকালাম না। আশে পাশের কাপল আর লেকের পানি দেখেই সময় কাটাচ্ছিলাম। তার কিছুক্ষণ পর। আমার সামনে দিয়ে ২ টা মেয়ে গেল। একজন শুকনা করে। আর একজন অনেক মোটা আর কালো পোশাক পরা। অবশ্য ঐ ফ্রেন্ড সার্কেলের মেয়েগুলার মত অত আধুনিক না। তারা যখন ফ্রেন্ড সার্কেলের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো, তখন সবাই

মেয়েটাকে দেখে চিৎকার করতে লাগল, ” বিশাল, বিশাল, বিশাল।” বোঝাই যায় কালো মোটা মেয়েটাকে দেখে এই চিৎকার। মেয়েটা অনেক দ্রুত ওদের সামনে দিয়ে চলে গেল। অনেকটা দৌড়ে পালাবার মত।

মেয়েটা চলে যাবার পর ফ্রেন্ড সার্কেলের আধুনিক ছেলেমেয়ে গুলো হাসিতে ফেটে পড়ল। লেকের পাড় কাপিয়ে ফেলবার মত অবস্থা। যেন কত আনন্দের একটা ঘটনা ঘটে গেছে। কত সুখের ঘটনা ঘটেছে।

আমি ঐ জায়গা থেকে উঠে চলে আসলাম। মনে মনে ভাবলাম, আসলেই কত ভাল পরিবারের ছেলে মেয়ে এরা। আধুনিকতায় গা ভাসানো উচ্চবিত্তের ছেলে মেয়ে।আমরাই খ্যাত, আনস্মার্ট। পরিবার থেকে কি রকম শিক্ষা পেলে একটা মানুষের দুর্বলতা নিয়ে তাকে কটূক্তি করতে পারে আমার ভাবনায় নেই।মেয়েটা হয়ত সারাক্ষণ এমনিতেই তার শারীরিক অবস্থা নিয়ে হতাশ, দুঃখী। আজ আবার হয়তো নতুন করে ঘরে গিয়ে কাঁদবে।

বেসিনে গিয়ে মুখ ধুয়ে বার বার চোখের জল থামাবার চেষ্টা করবে।

তবুও থামবে না। বার বার বলে যাবে সৃষ্টিকর্তাকে ,কেন সে এমন? কেন তাকে এমন করে সৃষ্টি করল? মনের ভিতরে ভিতরে পুড়বে, কষ্ট পাবে। আর সান্ত্বনা দেবার মত একজনকে চাইবে।

আর ঐদিকে ঐ ফ্রেন্ড সার্কেলের ছেলে মেয়েগুলো আধুনিকতায় ভেসে অন্য আনন্দ করবে। অমন কাউকে নিয়ে মজা করবে। আত্মঅহংকারে নিজেকে সব কিছুর উপরে ভাববে।তাদের এই সৌন্দর্যের দাম কি?নিজেকে তো ঠিকই ক্ষণে ক্ষণে নোংরা করে ফেলছে।এই নোংরা, দামি সাবানে যায় না। এই নোংরার গন্ধ, দামি বডি স্প্রে, পারফিউমে যায় না। সারাজীবন গায়ে লেপ্টে থাকে। এর চেয়ে ঐ মেয়ে অনেক ভাল। যে মুখ বুঝে কথা গুলো শুনে গেছে। জুতার তলাটা মুখের ভিতর এসে লাগিয়ে দিয়ে যায় নি। শারীরিক সৌন্দর্য বা অসৌন্দর্য আপেক্ষিক ব্যাপার। আপনার একটা জিনিস খারাপ লাগতেই পারে।

মুখ বুজে থাকুন। দুনিয়াকে তা জানাবার দরকার নেই। সৃষ্টিকর্তা সবার ভিতর সুন্দর কিছু দিয়েছেন। কারও মুখ দেখতে ভাল লাগে, কারও চোখ দেখতে।

কারও চাই সাদা চামড়া, কারও চাই সাদা মন। মনটাকে ঠিক করুন। কোন সৃষ্টিকে তুচ্ছ করবার আগে নিজের দিকে তাকান। নিজের ভুলগুলো দেখুন। কাউকে অসম্মান করা মহত্ত্বের কিছু না। মানুষ হন, আর কতদিন জানোয়ারের মত মানসিকতা রাখবেন। মানিব্যাগ, পার্স ভর্তি টাকা থাকলেই, সাদা চামড়া, সুঠাম দেহ, আধুনিক পোশাক পরলে, গায়ে সুগন্ধি লাগালেই

ভাল মানুষ হওয়া যায় না। মানুষ হতে সুন্দর মন লাগে। মানুষকে সম্মান করা শিখতে হয়।

সূত্র

বিষয়: বিবিধ

৩২৩৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264323
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৭
আফরা লিখেছেন : মানুষের কায়া থাকলেই মানুষ হয় ভাল মানুষ হতে হলে সুন্দর একটা মন লাগে । অনেক ভাল লাগল ।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
207858
ফেরারী মন লিখেছেন : আপনার মন্তব্যটাও আমার ভালো লাগলো।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫০
207859
আফরা লিখেছেন : ধন্যবাদ
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
207860
ফেরারী মন লিখেছেন : এই গরীবের ঘরে আপনার মত একজন সেলিব্রেটি ব্লগারের আগমন সত্যি অনেক প্রেরণাদায়ক। Rose Rose
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
207863
আফরা লিখেছেন : সেলিব্রেটি কাহাকে বলে আমি তো তাহাই জানি না ভাইয়া ।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৩
207867
ফেরারী মন লিখেছেন : যারা সেলিব্রেটি তারা নিজেদের তা ভাবে না। অবশ্য এটা মহতী মানুষের গুণাবলী।
264351
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৩
মামুন লিখেছেন : যারা এরকম করে, এরা যে পরিবারের সন্তানই হোক না কেন, এরা মানসিকভাবে প্রচন্ড রকমের অসুস্থ। আর এই অসুস্থতা তারা হয়ত নিজেদের পরিবার থেকেই উত্তরাধিকার সুত্রে লাভ করেছে।
ধন্যবাদ এমন একটি লেখার জন্য।
অনেক শুভেচ্ছা। Rose Good Luck
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩২
207882
ফেরারী মন লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই। আমি কিন্তু আপনার লেখার একজন দারুণ ভক্ত যদিও সময়ের অভাবে আপনার সুন্দর সুন্দর লেখাগুলো পড়তে পারি না ভেবে কষ্ট পাই। Sad
264357
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঐসকল আলট্রা মডার্ন ছেলেমেয়েদের কে মহান আল্লাহ হেদায়াত দান করুন।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৬
207883
ফেরারী মন লিখেছেন : আল্লাহ তাদের হেদায়াত দান করুন আমিন
264358
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আধুনিকতার সঙজ্ঞাতো হলো নিজেকেই বড় মনে করা।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৭
207884
ফেরারী মন লিখেছেন : এক্সাটলি ইউ সে রাইট।
264362
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৩
নিশা৩ লিখেছেন : বাস্তব কথা লিখেছেন। আমার খুব সৌভাগ্য আমার ঘরে এমন একটি মেয়ে আছে যে বাহ্যিক সৌন্দর্যকে পাত্তাই দেয় না। যদি কখনো এ ব্যপারে তাকে সচেতন করতে চাই তো আমাকেই শুনতে হয় ভাল মানুষের সংগা। ভাল লাগল আপনার লেখাটি।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫০
207886
ফেরারী মন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। প্রতিটি ঘরে আপনার মেয়ের মত মেয়ে জন্মাক । আলোকিত করুক মায়ের মন এবং এ ধরণী।
264366
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৭
মামুন লিখেছেন : শুনে ভালো লাগল।
ইনশা আল্লাহ সময় যখন পাবেন, পড়ে নিতে পারবেন।
অনেক ধন্যবাদ আপনাকে। @ ফেরারী মন Rose Good Luck
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫১
207887
ফেরারী মন লিখেছেন : ইনশাল্লাহ চেষ্টা করবো পড়ার। অনেক ধন্যবাদ আপনাকে। Big Hug Big Hug
264369
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৯
পবিত্র লিখেছেন : সুন্দর লিখেছেন। Thumbs Up এদেরকে শুধু দুনিয়াবী শিক্ষায় দেয়া হয়েছে। পারিবারিক ভাবে যে শিক্ষা তাদের দেওয়া উচিৎ তা থেকে তারা বঞ্চিত। যদ্দরুন মানুষকে মানুষ ভাবতে পারছে না। এরা জানে না শুধু দেখতে মানুষের মত হলেও প্রকৃত মানুষ হওয়া যায় না। Good Luck Good Luck Good Luck

সুন্দর পোস্টের জন্য;

১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৫
207889
ফেরারী মন লিখেছেন : অনেক ধন্যবাদ আপুন আপনাকে। আসলে এদের বাবা মাও তো কোথা থেকে শিক্ষা পায়নি তাদের ছেলেমেয়ে পাবে কোথায়!

ওরে বাব্বা এত বড় কেক! আসেন ব্লগার ভাই বোনেরা সবাই মিলে খাই।
264404
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৪
বৃত্তের বাইরে লিখেছেন : এসব হয় কারন আমাদের ভাইয়ারা সব গুড বয় হয়ে বসে থাকে। ফর্সা-কালো, পাতলা –মোটা কোন বোনের সাহায্যে এগিয়ে আসেনা তাই
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৮
208007
ফেরারী মন লিখেছেন : সত্য বলেছেন আপু। অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
209523
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক বলেছেন এইটা আমাদের জন্য হয়
264438
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৯
কাহাফ লিখেছেন : একটা সুন্দর মুখের চেয়ে একটা সুন্দর মনের প্রয়োজন অনেক বেশী।কুৎসিত দেহের ভিতরও বাস করে অতিশয় ভালো একটা মানুষ আবার ফেরেস্তার সুরতেও থাকতে পারে শয়তানের বিভৎসতা। অনেক ধন্যবাদ পোস্টের জন্যে.....।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৮
208009
ফেরারী মন লিখেছেন : একদম সত্য বলেছেন। অনেক ধন্যবাদ
১০
265782
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১০
মাজহারুল ইসলাম লিখেছেন : মানুষের মত মানুষ হতে হলে সবচেয়ে বড় দরকার একটা সুন্দর মন, এই মন ছাড়া মানুষ হওয়া যায় না। যারা এই রকম করেছে এরা কোন প্রকারের মানুষ তা বলতে পারবনা, তবে এইটা বলতে পারব এরা পশুর চেয়েও অধম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File