আবার বিয়ে করলেন এরশাদ !!! Love Struck Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন ফেরারী মন ২০ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৪:৩৬ রাত



ভেলকি দেখাবেন এইচএম এরশাদ। সিএমএইচ থেকে বারিধারার বাসায় ফেরার পর তার বাড়িতে সারাক্ষণই দেখা যাচ্ছে সাথী নামে ১৯-২০ বছরের এক মেয়েকে।

রাজধানীর একটি মহিলা কলেজের ছাত্রী সাথী নাকি রাতযাপনও করছেন এরশাদের প্রেসিডেন্ট পার্ক ভবনে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই বাড়িতে শুধু বসবাস করা নয়, রীতিমতো গৃহকর্মীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সাথী।

তবে কি এরশাদ আবারও বিয়ে করেছেন? সাথীর সঙ্গে তাঁর কীসের সম্পর্ক। প্রেসিডেন্ট পার্কে যাতায়াতকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ।

এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে তাঁর সঙ্গে আছেন ঠিকই। পরবর্তীতে মেরি মমতাজকে বিয়ে করলেও ঘর করা হয়নি তাদের। ‘বান্ধবী’ জিনাত মোশাররফকে এরশাদ বিয়ে করেছিলেন বলে জোর গুজব ছিল। দু’জনের কোনো দিন বিষয়টি অস্বীকার করেননি।

এরপর মেধাবী তরুণী বিদিশাকে বিয়ে করেন এরশাদ। তাদের ঘরে জন্ম হয় এরিকের। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির সঙ্গে আঁতাতের অংশ হিসেবে বিদিশাকে শুধু তালাকই দেননি এরশাদ, নানাভাবে হয়রানিও করেছেন।

বিবাহবহির্ভূত অসংখ্য নারীর সঙ্গে এরশাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় মুখরোচক আলোচনা আছে। কখনো বিষয়টি এড়িয়ে গেছেন। আবার কখনো মুচকি হেসে কার্যত বিষয়টি স্বীকারই করে নিয়েছেন।

বিষয়: বিবিধ

২৯০১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165001
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৬
ইক্লিপ্স লিখেছেন : কাকুকে এই মেয়ের সাথে বিয়ের দেয়ার লোভ দেখিয়েই হয়ত মহাজোটে ফেরত এনেছে। D'oh D'oh D'oh It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৫
119213
ফেরারী মন লিখেছেন : ইক্লিপ্স আপু তুমি একটু সতর্ক থাইকো। লুচ্চা মানুষ বলে কথা তোমার দিকেও নজর দিতে পারে Big Grin
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৬
119215
নকীব কম্পিউটার লিখেছেন : উনার তো বিয়ে হয়ে গেছে।
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
119236
ফেরারী মন লিখেছেন : লুচ্চা মানুষ বিয়ে অবিয়ে দেখে না। যে কাউকে প্রস্তাব দিয়ে বসতে পারে।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
119493
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি আকদ পড়াতে জানি। কোন নবীন অথবা প্রবীণ আমার কাছে আসে তবেই বিনে পয়সায় আকদ পড়াইয়া দিমু!!!!
একদম ফ্রি, আমাকে কোন ফি দিতে হবে না।
165008
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:১১
বড়মামা লিখেছেন : সালায় ভেইমান একটা চুচ্ছা।সাহারা খাতুনকে দিল ভালো হতো।
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৬
119214
ফেরারী মন লিখেছেন : বেঈমান আবার প্রমাণ করলো । দিলে মন্দ হতো না। Big Grin
165022
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩২
প্রিন্সিপাল লিখেছেন : চাচা আমাদের সমাজের নারীদের দুঃখ বুঝতে পেরেই এভাবে এগিয়ে যাচ্ছেন।
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
119237
ফেরারী মন লিখেছেন : হয়তোবা। তাহলে আমরা যারা বিয়ে করিনি তাদের কি হবে? :(
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৬
119497
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এর-স্বাদ খাগুর খতনা করা হইছিল? যদি চাচার খতনা করা না থাকে তবে আমারে একটু খবর দিয়েন। আমার কাছে ব্লেড থেকে শুরু করে সমস্ত যন্ত্রপাতি আছে।
165034
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব মজা হবে। চাচা বিয়ে করলে ‘‘বিয়ের গল্প প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবো.....
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:০২
119241
প্রিন্সিপাল লিখেছেন : ভাই ইশতিয়াক আহমেদ!
বিয়ের গল্প প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন?
কেন?
বিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।
চাচার নিকট থেকে শিখলেনটা কি?
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১১
119244
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেক কিছু শিখার আছে।
165036
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৩
প্রিন্সিপাল লিখেছেন : ফেরারী মন: হয়তোবা। তাহলে আমরা যারা বিয়ে করিনি তাদের কি হবে?
চাচা করার পর তো কিছু বাকী থাকবেই।
ভাই চিন্তার কারণ নাই।
165039
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৭
গেরিলা লিখেছেন : ফেরারী মন লিখেছেন : ইক্লিপ্স আপু তুমি একটু সতর্ক থাইকো। লুচ্চা মানুষ বলে কথা তোমার দিকেও নজর দিতে পারে
165042
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১২
তায়িফ লিখেছেন : পল্লীবন্ধুকে নিয়ে টানাটানি করেন। মুক্তিযুদ্ধের সময় খালেদা সেনা ক্যাম্পে কি করেছিল। ফালুর সাথে লটরপটর তো আছেই। আব্দুর রবের সাথে , সাকার সাথে হাসিনার যে অবৈধ সম্পর্ক ছিল খালেদারমত তা তো বললেন না। আর সাঈদীর অডিও টেপও প্রকাশ হয়েছে। কেউ ধোয়া তুলসি পাতা না।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
119532
প্রিন্সিপাল লিখেছেন : ভাই তায়িফ!
আমরা কাউকে দুধে ধোয়া বলছি না। আবার কাউকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্যও কথা বলছি না।
আবার কারো উপর কি অপবাদ ছিল তা নিয়েও কথা বলছি না।
আমরা বর্তমান ঘটনা প্রবাহ নিয়েই শুধু আলোচনা করছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১১
125472
কুয়েত থেকে লিখেছেন : একটু রুচি ভোদ তো থাকা দরকার কি বিষয়ের উপর কি মন্তব্য করলেন? ব্যবহারেই কিন্তু বংশের পরিচয়!
165265
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
বুড়া মিয়া লিখেছেন : এসব একটা আধটা দিয়ে পোষাবে না, তার উচিৎ একসঙ্গে চারটা বগল তলায় রেখে আমাদের আইকন হয়ে যাওয়া।

এটা তার অধিকার, এ জৈবিক প্রয়োজন নিয়ে ঠাট্টা করার কিছু নাই। মুসলিমদের উচিৎ অনাচার বাদ দিয়ে এরকম বিবাহতে আরও উৎসাহিত করা ...
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
119531
প্রিন্সিপাল লিখেছেন : সবাই বলুন: এরশাদ চাচার জন্য একসঙ্গে চারটি চাচিকে দেখতে চাই।
165291
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : লুইচ্চা এর-স্বাদ জিতে রাহু! জাতি তোমায় নিয়ে গর্ভ(বতী)বোধ করবে!!!
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
119533
প্রিন্সিপাল লিখেছেন : হ্যা, আমরা চাচাকে নিয়ে....Crying Crying Crying Crying
১০
165360
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বয়সে যদি আরেকটা বিয়ে করতে পারেন তাহলে এটা তার কৃতিত্ব। আর আমরা শুধুশুধুই এগুলি নিয়া কথা বলা। বুড়া বয়সে সেপব্লাটার কি ফ্রাঁসোয়া ওলাঁদ বিয়া করলে দোষ না। এরশাদ কাকুর টা দোষ।
১১
171697
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৫
জোবাইর চৌধুরী লিখেছেন : এরশাদ হচ্ছে একটা মানসিক ও রাজনৈতিক লুচ্ছা।
১২
188445
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৫
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব চরিত্রহীনদের এ জাতি নেতা মনে করে এটাই দুর্ভাগ্য। সে একটা নিকৃষ্টতম জাতের অমানুষ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File