আমরা জাতি হিসেবে ভিক্ষুকনা
লিখেছেন লিখেছেন তিতাস বাংলা ০৩ জানুয়ারি, ২০১৩, ০৬:৪৬:১৭ সন্ধ্যা
আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিশ্বের অনেক ধনি দেশের নিজেদের ভাষা আছে কিন্তু বর্ণমালা নেই, নিজ দেশীয় দিন পঞ্জিকা নেই। কিন্তু সেই দিক থেকে আমরা বাঙালিরা অনেক ধনি, কারন আমাদের ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে কেনা বাংলা ভাষা আছে এবং তা লিখিত ভাবে প্রকাশ করতে হলে ইংরেজ বা পর্তুগীজ কারো কাছে বর্ণ ভিক্ষা করতে হয়না। এবং আমাদের নিজস্ব একটা দিন পঞ্জিকাও আছে। তাহলে কেন আমরা বিদেশী সংস্কৃতি নিয়ে এত মাতামাতি করব, আমরা কি ভুলে গেছি সনেটের জনক মাইকেল মধুসূদন দত্তের ইতিহাস? পশ্চিমা সংস্কৃতি কে আঁকড়ে ধরে কি কষ্ট টাই না পেয়েছিল, শেষ পর্যন্ত জীবনের শেষ প্রান্তে এসে বাংলা সাহিত্য চর্চার মাধ্যমেই প্রতিষ্ঠা পেয়েছিলো। তাই আসুন ছোট বেলায় পরা কবিতার সেই চরন দুটি কে অনুসরন করি নিজ হাতে গরা মোর কাঁচা ঘর খাসা। তাই আসুন নিজ দেশের সংস্কৃতি কে তুলে ধরি, ১লা বৈশাখে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। বিশ্বের কাছে প্রমান করি আমরা রফিক, সালাম, বরকতের প্রাণের বিনিময়ে কেনা বাংলায় কথা বলা বাঙালি। আমরা জাতি হিসেবে ভিক্ষুক না।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন