ছানোয়ারদেরও বিচার হবে।
লিখেছেন লিখেছেন তায়িফ ২৯ জুলাই, ২০১৬, ০১:৪৮:৩৩ রাত
সোয়াত কর্মকর্তা ছানোয়ারের স্ট্যাটাস দেখে বুঝলাম। ওরা এদেশের তরুনদের একে মেরে ফেলবে। কখনও জঙ্গী, কখনও ক্রসফায়ার। আর আমরা মুখে আঙ্গুল চুষব। তোদের বাপ ব্রিটিশরাও কিন্তু অনেক আগে মৃত্যুদন্ড বিলোপ করেছে।
৪৭ এর পরাজিত শক্তি আবার ফিরে এসেছে। আবার তারা এদেশের তরুন সমাজকে ধংস করে দিতে চায়।
ওরা পিলখানায় মেরে ফেলেছে ৫৭ জন সেনা অফিসার ।
সেনাবাহিনীর মুখ বন্ধ করে দিয়েছে ।
কিন্তু এদের ভয় ১৮-২৫ বছর বয়সী তরুন। এখন এদেরকে মেরে ফেলতে চায়। তাই ওদেরকে মেরে ফেলে রাখে গুলসান অথবা জাহাজবাড়ী। পরে সবাইকে বলে ওরা জঙ্গী। ওরা যদি জঙ্গী হত তবে ওদের এ্যারেস্ট করতি। বিচারে ওদের ফাসি হলে আমরা মেনে নিতাম। বিচারে তাদের অপরাধ প্রমান হবে না বলেই তোরা ওদের মেরে ফেলতেছিস।
জঙ্গী এবং আওয়ামীলীগ দুটাই জাতির শত্রু । জঙ্গী দমনের নামে তোরা নিরীহ মানুষ হত্যা করে জঙ্গী বলে চালিয়ে দিচ্ছিস।
সোয়াত কর্মকর্তা ছানোয়ার আজকে তোরা ক্ষমতায়। অবৈধ সরকারের পা চেটে দেশকে সিকিমের মত ভারতের হাতে তুলে দিতে মেরে ফেলতেছিস সূর্যসন্তানদের।কিন্তু আমরা বীরের জাতি আমরা এনেছি ৪৭, ৫২ ৬৯, ৭১ ।
এই অবৈধ ক্ষমতা বেশীদিন থাকবে না। ক্রসফায়ারের জনক বাবুলের অবস্তা কি? বাবুল আকতার কোথায়? কোথায় মি: ১০%। এদেশ আমাদের আমরাই এদেশকে স্বাধীন রাখব। ছানোয়ারদেরও অবৈধ কর্মকান্ডের বিচার হবে ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
১৫০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ, এইগুলানরে তুমি পুলিশ বানাইয়া দাও!
এ দেশে কি ইতর প্রাণী ছাড়া কোন মানুষ নেই? ছাম্বাদিকরা কোন প্রশ্ন করতে পারেনা?
মন্তব্য করতে লগইন করুন