অবৈধ সরকারই গুলশান হামলার জন্য দায়ী।

লিখেছেন লিখেছেন তায়িফ ০৩ জুলাই, ২০১৬, ০৮:৩৩:৩৮ রাত



অবৈধ সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়ীত করার জন্য একের পর এক নাটক করতছে। সরকারের লোকজন বিদেশীদের হত্যা করে। দুষ চাপিয়েছে নিরীহ বেসরকারী উনির্ভাসিটির ছাত্রদের। অথচ এই নিরীহ ছেলেদের কয়েকদিন আগে গুম করেছিল অবৈধ সরকার। তাদের পরিবার থানায় জিডিও করেছে।সরকারের টার্গেট বেসরকারী ইউনির্ভাসিটি।



রেস্টুরেন্টের নিহত প্রধান শেফকে জঙ্গী বানানো হয়েছে আমাদের চোখে আর কত ধুলা দেয়া হবে?

জঙ্গীটঙ্গী বলে কিছু না সবসরকারের কারসাজি। নিজেরা আকাম কুকাম করে আবার তার দায়বার নিরীহ মানুষকে গুম করে তাদের উপর চাপায়। যাদের ছপি অবৈধ সরকার প্রকাশ করেছে তাদের কেউ জঙ্গী নয়। আর কত মানুষ হত্যা করবে এই অবৈধ সরকার।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373926
০৪ জুলাই ২০১৬ সকাল ১১:৪৩
হতভাগা লিখেছেন :
০৪ জুলাই ২০১৬ সকাল ১১:৫৮
310294
তায়িফ লিখেছেন :
০৪ জুলাই ২০১৬ দুপুর ১২:১৬
310296
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File