জঙ্গীরা কেন আওয়ামেলীগ কুপায় না?
লিখেছেন লিখেছেন তায়িফ ০১ জুলাই, ২০১৬, ১০:৫৯:১৪ রাত
তথাকথিত ক্রসফায়ারে আজও দুটি মেধাবী তাজাপ্রাণ ঝরে গেল। এরা হয়ত হতে পারত একজন ড: আহমেদ আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক কিংবা গয়েশ্চর চন্দ্রের মত জাতীয় নেতা। কিন্তু না জীবনের মানে বুঝার আগে দুটি কিশোর ঝরে গেল আওয়ামী নিয়োগকৃত ভারতীয় নাগরিগ পুলিশ সদস্যের হাতে। ভারতীয় নাগরিক পুলিশে নিয়োগের আগে এত তথাকথিত ক্রসফায়ার বেড়ে গেছে।
অপর দিকে কুপাকুপিও বেড়েগেছে, কুপাকুপি এবং গুপ্ত হত্যায় প্রাণ যাচ্ছে দেশপ্রেমিক পুরোহী, যাজক , ইমাম , মুয়াজ্জিনদের কিন্তু এখন পর্যন্ত কোন আওয়ামী নেতা কর্মী জঙ্গীদের তার্গেট হয় না।
এতদিন সরকার কোন ক্লু খুজে পেত না। কিন্তু জনতা ফাহিম ধরে পুলিশের হাতে দিল । কিন্তু সব কিচু প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে ফাহিমকে খুন করে ফেলে।
একদিকে তথাকথি ক্রসফায়ার এর মাধ্যমে পুলিশ মারতেছে জনগণ । অন্যদিকে আইএস মারতেছে সংখ্যা লঘুদের।
উদ্দেশ্য একটাই সংখ্যালঘু হত্যার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে নিয়ে আসা আবার কেউ যেন প্রতিবাদ করতে না পারে সেজন্য দেশপ্রেমি নেতৃবৃন্দকে হত্যা করা যেন বাংলাদেশকে সিকিম বানানো সহজ হয়
ফেসবুকে আমাকে লাইক দিতে এখানে ক্লিক করুন
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন