এই মূহুত্যে ইসরাঈলের পাশে থাকাই আমাদের কর্তব্য।
লিখেছেন লিখেছেন তায়িফ ১১ মে, ২০১৬, ০১:৫৫:৫৭ রাত
বর্তমান বিশ্বে ভারত ইরান রাশিয়া জোট সারাবিশ্বে মানবতা বিরোধী কর্মকান্ডে লিপ্ত। তারা উত্খাত করেছে ইয়েমেনের বৈধ হাদী সরকার। সিরিয়ার বাশার আল আসাদের সাথে যোগ দিয়েছে ইরানের পালিত কুকুর হিজবুল্লাহ।ভারত ইরান রাশিয়া জোট তাদের আসাদকে রক্ষা করতে সারা বিশ্বকে করেছে অস্থির।
ভারত ইরান রাশিয়া জোট হাসিনাকে রক্ষা করতে বাংলাদেশে আমদানী করেছে জঙ্গী।ভারত ইরান রাশিয়া জোট হাসিনাকে ঠিকিয়ে রাখতে তাদের গৃহপালিত জঙ্গী দিয়ে তরুন মেধাবীদের হত্যা করতেছে জাতিকে মেধা শূন্য করতে। অপরদিকে অব্যাহত রেখেছে জুডিশিয়াল কিলিং।আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স তাদের অস্ত্র ব্যবসার জন্য চায় এ সংকত ঠিকিয়ে রাখতে।বাংলাদেশে বালের সাথে আছে ভারত ইরান রাশিয়া জোট । তাদের আছে পুলিশ বিজিবি র্যাব । বালের অস্ত্রের কাছে নিরস্ত্র জনগন অসহায়। অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দিতে হবে। আর এজন্য দরকার টাকা। টাকা আর অস্ত্র দিয়ে আমাদের পাশে দাড়াতে পারে একমাত্র ইসরাঈল। ফিলিস্তীন ও ইরাঈল দুরাষ্ট্র মেনে নিয়ে আমাদেরকে ইসরাঈলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে।এই মূহুর্তে ইসরাঈলের বিরোধীতা করা ঠিক হবে না। অনেকে হয়ত ধর্মহীন ফাতাহের এর উপর ইসরাঈলের হামলার কারনে এ সম্পর্ক মানতে পারবেন না। কিন্তু আমাদের দেশের অবস্থা কি খুব ভাল? মসজিদ মন্দির গীর্জা কোথাও নিরাপত্তা নেই।মানুষ হত্যা এখন ডালভাত। এই মূহুত্যে ইসরাঈলের বিরোধীতা নয়। ভারত ইরান রাশিয়া জোট সমর্থিত আওয়ামী সরকারকে রুখতে ইসরাঈলকে অবশ্যই বন্ধু হিসাবে মেনে নিতে হবে।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এটা করতে গিয়ে ইরান বা সিরিয়াকে গালাগালি করলে পরে এর আরো বড় কাফ্ফারা দেওয়া লাগবে।
ইরাক ও আফগানিস্তানে মার খেয়ে ইওরোপ মাটিতে বসে পড়েছে। আমেরিকাও একা হয়ে গেছে।তাই 'এতিম' হয়ে ইসরাইল সউদী গোষ্ঠীর দরজায় এসেছে।
এ এলাকায় অাওয়ামী লীগই আইডিওলজির দিক দিয়ে আসল ইসরাইলী এজেন্ট্ ।
জাতীয়তাবাদী বা ইসলামীদের সাথে ইসরাইলের রিলেশন হবে বিষয়-ভিত্তিক।
তাই ইরান-সিরিয়া বিষয়ে ইসরাইল-আমেরিকা-সউদী বুলি আওড়ালে পরে আরো বড় মুশকিল হবে।
মন্তব্য করতে লগইন করুন