কেউ বর্বর বাঙ্গালী সেনাদের নাম বলছে না।

লিখেছেন লিখেছেন তায়িফ ২৪ মার্চ, ২০১৬, ০২:১৫:২১ রাত



আজ নেই বর্গী নেই ইংরেজ নেই পাকিস্তানী হানাদার। পীল খানা হত্যার মাধ্যমে সেনাবাহিনীর মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার পর। এখন এরা ধর্ষক খুনী। এরা ধর্ষন করে আফ্রিকায়, এরা ধর্ষন করে মধ্যপ্রাচ্যে। এখন এরা ধর্ষন করতেছে বাঙ্গালী মাবোনদের।

এই তনু হয়ত বিএনপি জামাতের অবরোধের সময় ইচ্ছামত গালি দিয়েছেন অবরোধকারীদের উনার বন্ধুবান্ধবরা গলামিলিয়েছেন।এখন আবার প্রতিবাদ চাচ্ছেন আমার কাছ থেকে না আমি আপনার প্রতিবাদে সামিল হব না। আমি একটা সমস্যার সমাধান চাই না। আমি চাই আমার ভোটের অধিকার। আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করব। যারা আমার কথা শুনবে না ৫ বছর পর গলা ধাক্কা দিয়ে ফেলে দেব। তনুর জন্য আপনাদের মন কাদতেছে। কিন্তু জনির জন্য আপনার মন কেন কাধে নি? সে তো আপনার ভোটের অধিকার আদায়ে করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।

তনু হত্যা নয়, রিজার্ভ চুরি নয়। সবকিচুর মূল আমার হারিয়ে যাওয়া ভোটের অধিকারের জন্য সংগ্রাম করি।তবেই আর কোন তনু হারিয়ে যাবে না। দিন শেষে ক্রিকেট নিচক একটি খেলা। আসুন জীবন নিয়ে ভাবি।

অনেকদিন আগে একজন ব্লগার নিজের পোস্ট দিয়েছিলেন কিন্তু আজ তা বাস্তবতা।

পলাশীর আম্রকাননে নাবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশ ২০০ বছর বছর ইংরেজদের গোলামী করেছিল। দেশের জনগণ যদি সেদিন নবাবের পক্ষে দাঁড়িয়ে যেত, ইংরেজরা পালানোর রাস্তা পেত না। কিন্তু জনগণ মনে করেছিল সব দায়িত্ব দেশের রাজা নবাব সিরাজুদ্দৌলার, তারা ছিল নিরব দর্শক। নবাব জীবন দিয়ে অমর হয়ে থাকলেন, কিন্তু সেই জনগণ ২০০ বছর ধরে কুকুর - বিড়ালের জীবন যাপন করলো. . . যারা আজ বলছেন রাজনীতি আমার কাজ নয়, রাজনীতি আমার ভাত দিবে না, মনে রাখবেন এই রাজনৈতিক ময়দানে যদি কালো শকুনদের জায়গা দেন, পরিবার-পরিজন সহ ইজ্জত নিয়ে জীবন-ধারন করতে পারবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইংরেজরা আবার গোলামী করাবে না, এবার সেটা আসবে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে. . .

সংগৃহীত

ফেসবুকে আমাকে লাইক দিতে এখানে ক্লিক করুন



বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363452
২৪ মার্চ ২০১৬ রাত ০৩:৪৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
363460
২৪ মার্চ ২০১৬ সকাল ০৫:৩৭
শেখের পোলা লিখেছেন : অবশ্যই ভোটের অধিকার ফেরত চাই কিন্তু কার মাধ্যমে চাইবেন? পেলে কাকে গদিতে বসাবেন? আগে যোগ্য নেতা খুঁজুন৷ তার মাধ্যমেই হয়ত অধিকার ফেরত আসবে৷
363479
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:৫২
আবু জান্নাত লিখেছেন : সুন্দর লিখেছন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File