এই গায়েবানা জানাজা আপনারও হতে পারে!

লিখেছেন লিখেছেন তায়িফ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৮:১০ রাত



অফিসের যাবার আগে রফিক সাহেব, প্রথম আলোতে চোখ বুলিয়ে নিচ্ছেন, বাইরে জ্বালাও পোড়াওয়ের খবর পড়ে রফিক সাহেবের মেজাজ চড়া।নাস্তা শেষ করে রিকসা চেপে অফিস যাচ্ছেন রফিক সাহেবের চোখে মুখে আতংক, কখন পেট্রোল বোমা এসে গায়ে পরে ! যুদ্ধাপরাধী জামাত শিবিরকে সাথে নিয়ে বিএনপি এ কোন খেলা শুরু করেছে? একদল ক্ষমতায় যেথে চায় আর আরেকদল ক্ষমতায় থাকতে চায় । তোরা দুদল মারামারি কর। আমাদেরকে কেন পুড়িয়ে মারবি। রফিক সাহেব রাগে টগবগ করতেছেন, পারলে মতিঝিলে না গিয়ে খালেদার কার্যালয় জ্বালিয়ে দিয়ে আসতেন! অফিসে ঢুকে লেপটপ হাতে নিয়ে প্রথম আলো কমেন্টে গিয়ে ইচ্ছামত বিরোধী দলকে ধোলাই দেওয়ার পর রফিক সাহেব এবার নিজের পরিবার নিয়ে ভাবতে লাগলেন।

ভালই হয়েছে কোন রাজনীতির সাথে জড়িত না হয়ে। কিচুদিন আগে বিশ্ব ইজতেমায় শরিক হয়েছেন। নিজে ৩০ হাজার টাকা বেতনের চাকরী করেন। মোবাইলে সুচ অফ করে ভাবতে লাগলেন ছোট গ্রাম থেকে এসেছে। নিজের অফিজে ২০ হাজার টাকা বেতনের চাকরীতে আগামী সাপ্তাহে যোগ দেবে। তার আগে দুই ভাই তিন দিনের জন্য তাবলীগে সময় দিবেন বহুত ফায়দা হবে।

কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীর আত্নচিত্কার শুনে কারন বুঝতে পারেন নাই । পরে স্ত্রী বললেন মাত্র ১ লাখ টাকার জন্য তোমার ভাইকে ক্রস ফায়ার করে ফেলল তুমি কেন মোবাই বন্ধ রাখলে? তুমিই তোমার ভাইয়ে হত্যাকারী। তোমার ভাইয়ে লাশ ওরা নিয়ে গেছে। রফিক সাহেবের চোখ বেয়ে পানি ঝরতে লাগল আর ভাবলেন কিভাবে ভাইয়ের গায়েবানা জানাজা পরা যায়। তার আগে দরজায় টক টক শব্দ। রফিক সাহেব পুলিশ আফিসারের চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন কি অপরাধ করে ছিল আমার ভাই ? অপরাধী পুলিশের ফাসি চাই। অফিসার বলে উঠলেন কোন লাভ নাই এর দায়দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রীর! আপনাকেও আমাদের সাথে যেথে হবে আপনারও ক্রসফায়ারের নির্দশ। অফিসার

বিষয়: বিবিধ

২০০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304997
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা যতই উদাসিন হব ততই আমরা বিপদে পড়ব।
আল্লাহতায়লা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেননা যতক্ষন না তারা নিজের ভাগ্য পরিবর্তন করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File