সংলাপ ভিক্ষুকদের জ্বালায় বাচি না।
লিখেছেন লিখেছেন তায়িফ ০৭ অক্টোবর, ২০১৪, ০৫:৩২:৫০ বিকাল
বিএনপির সংলাপের আহ্বানের ‘সহজ বাংলা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারছেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সহজ বাংলা বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাচ্ছে না, তা বোঝা যাচ্ছে না।’
এমনিতেই সরকারের অত্যাচারে অস্তির। ইউরোপে বাংলাদেশের ৪০০০ টাকা দিয়ে বড় সাইজের খাসি কোরবানী দেওয়া যায়। কিন্তু বাংলাদেশে তা কল্পনার বাইরে। বাংলাদেশের ১১০০ টাকা এক বোতল গ্যাসের দাম। টেসকো সুপার মার্কেট থেকে সেদিন বাংলাদেশের ২০ টাকায় অফারে ১০ কেজি আলু কিনে নিয়ে আসলাম। সয়াবিন তেলের দাম ৭০-৮০ টাকা। চিনিার কেজি ৪০ থেকে ৫০ টাকা। লবন ১২-১৫। অনেক শহরে বাংলাদেশের অর্ধেক সব কিচুর দাম। এরই মধ্যে সরকার গ্যাসের দাম তেলের দাম নাকি ১০০ ভাগ বাড়াবে।সত্যি যদি তা হয় তাহলে দ্রব্য মূল্যের দাম নরওয়ের রাজধানী অসলোর থেকে বেশী হয়ে যাবে।
কোথায় অন্দোলন তীব্র থেকে তীব্র করে অসহযোগের দিকে নিয়ে যাবে। তা না বিম্পির বাচ্চারা সংলাপ ভিক্ষা করতেছে।হাওর বাওয়র বন জংগলে অনেক আওয়ামী সমর্থক আছে। প্রধান মন্ত্রী যদি এদের কাউকে নিয়ে এসে বিম্পির সাথে সংলাপে বসিয়ে দেন। তবে সরকারের হাত থেকে বাচা যাক বা না যাক অন্তত এই ভিক্ষুকদের হাত থেকে বাচা যাবে।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আমি কিন্তু এসব জগাখিচুরীও বুঝতে সক্ষম আবার এবং বিরক্তও হই না একটুও!
মন্তব্য করতে লগইন করুন