হায়রে গ্রীনকার্ড ডট ডিকে।(বাংলাদেশের ভাবমূর্তী নষ্ট করছে গ্রীনকার্ডধারীরা।

লিখেছেন লিখেছেন তায়িফ ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৫:৫২ সকাল



২০০৮ সালে ছুটির দিনে ক্যাম্পাসে বসে প্রজেক্ট করতেছিলাম। হঠাত করে এলার্ম বেজে উঠে। সাথে সাথে সিকিউরিটি পুলিশ চলে আসে। নেপালী চাইনিজ সবার আইডি চেক করে। আমার কাছে আসে। আমি বললাম আমি বাংলাদেশী। সাথে সাথে পুলিশ বলে তুমার আইডি দেখানো লাগবে না । আমি তুমাকে বিশ্বাস করতেছি। আরেকবার রাত তিনটার সময় বাসা পরিবর্তন করতেছিলাম। পুলিশ চেকআপে পরি, পুলিশ আমার কাছে পাসপোর্ট চায় আমি বলি আমি পাসপোর্ট সাথে আনিনি। তখন পুলিশ বলে আমি তুমাকে ৫০০ ডিকেকে জরিমানা করতে পারতাম কিন্তু তুমি বাংলাদেশী তাই জরিমানা করলাম না। ডেনমার্কে বিদেশীদের সবসময় সাথে পাসপোর্ট রাখার নিয়ম। আরেকদিন আমি আর আনোয়ার নামের এক স্টুডেন্ট কাজে যাচ্ছিলাম আনোয়ারের সাথে বাসকার্ড ছিল না। টিকেট চেকারকে আনোয়ার বলে আমি বাসকার্ড ভুল করে বাসায় রেখে এসেছি। টিকেট চেকার বলে তুমি কি সিউর? সে বলে হা তখন টিকেট চেকার জরিমানা না করে চলে যায়।

বাংলাদেশীরা অপরাধ করতে পারে না। ডেনিসদের মধ্যে এরকম একটা ধারনা ছিল কিন্তু তা নষ্ট করে দেয় কতিপয় গ্রীণকার্ডধারী।

প্রথম যখন পঙ্গপালের মত গ্রীনকার্ডধারী ডেনমার্কে আসে এদের কোন কাজ ছিল না, থাকার জায়গা ছিল না। এরকম কয়জন গ্রীনকার্ডধারীকে কাজ দেন স্টুডেন্ট ভাই। অনেক বাংলাদেশী কাজ করত স্টুডেন্টয়ের আন্ডারে। কিন্তু একদিন একজন গ্রীনকার্ডধারী ক্যাশ মেরে বাংলাদেশে চলে যান। আর তা ডেনিস পত্রপত্রিকায় ফলাও করে প্রচার করা হয়। আর কোম্পানীর মালিক সকল বাংলাদেশীর টাকা কেটে রাখে। রাগে অপমানে স্টুডেন্ট কাজ ছেড়ে দেন।

আরেক গ্রীন কার্ডধারী গ্রীনকার্ডের এ্যাপ্লাই করে কিস্তিতে সুইডেন থেকে অনেক মোবাইল কম্পিউটার নিয়ে সুইডেনের সিপিআর ক্যান্সেল করে ডেনমার্কে চলে আসেন। ডেনমার্কে চুরি করে মেট্রো চরতে গিয়ে ধরা খেয়ে হাজতবাস শেষে দেশে ডিপোট হন। যা কোপেন হেগেন পোস্টসহ সব পত্রিকায় প্রকাশ হয়। এখন আর বাংলাদেশীদের প্রতি ডেনিসদের সম্মান নেই শুধু মাত্র গ্রীনকার্ডধারীদের কারনে।

চলবে...................

বিষয়: বিবিধ

১৫৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262546
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:০৬
কাহাফ লিখেছেন : নৈতিকতাহীন কিছু মানুষের কারণে পুরো কম্যুনিটির বদনাম হয়,এদের হুশ হবে না এখনো? সাউদিতেও গুটি কয়েক বাংগালীর কারণেই সব বাংলাদেশীদের প্রায়ই বিব্রতকর পরিস্হিতিতে পড়তে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File