উই হেইট সাকিব আল হাসান।
লিখেছেন লিখেছেন তায়িফ ১২ আগস্ট, ২০১৪, ০৪:৫৭:৫৮ রাত
বিশ্বের সেরা অল রাউন্ডার। বাংলাদেশের এক নাম্বার প্লেয়ার। ধারাবাহিক পারফরমেন্স। বিশ্বের নামীদামি ক্লাবে গেলে যাচ্ছেন। কিন্তু উই হেইট সাকিব আল হাসান নামে অনেকগুলো ফেসবুক পেজ। এত বড় মাপের ক্রিকেটার কিন্তু জনপ্রিয়তায় মাশরাফি, আশরাফুল কিংবা অলক কাপালির ধারে কাছেও নেই। অনেক মানুষ তাকে ভালবাসে কিন্তু কম মানুষ ঘৃণাও করে না। এত মানুষের ঘৃণা পৃথিবীর আর কোন ক্রিড়াবিদ পেয়েছে কিনা সন্দেহ। উচ্ছৃংখল শোয়েব আখতারের শত দোষেও কেউ ঘৃণা করে না। অলক কাপালি আইসিএল খেলতে যাওয়ার পর মানুষ হুমরি খেয়ে পরত আইসিএলে অলকের খেলা দেখতে। মাশরাফি বারবার ইনজুরিতে পরে বাজে পারফরমেন্স করার পরও মানুষ ভালবাসে। ম্যাচপাতানোর জন্য আশরাফুল নিষিদ্ধ হলে সারা দেশ কাদে। কিন্তু সাকিবই একমাত্র ভীন্ন যাকে প্রচুর মানুষ ঘৃণা করে। মায়ের জাতীকে অপমান একমাত্র সাকিবের দ্বারা সম্ভব। হংকংয়ের কাছে হারার জন্য কোথায় লজ্জা পাবে তা না উল্টো আমাদেরকে পিঠায়।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন