সময় থাকতে জামাতকে উদ্যোগ নিতে হবে।

লিখেছেন লিখেছেন তায়িফ ২১ জানুয়ারি, ২০১৪, ০৩:২৩:৪৮ দুপুর



পরিস্থিতি যে দিকে মোর নিচ্ছে আগামী জুন জুলাইয়ের দিকে আরেকটি নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি জামাতকে ছেড়ে দিবে আর জামাতকে ছাড়লেও জামাত নিজেদের প্রার্থীদের ভোট না দিয়ে বাল থেকানোর জন্য বিএনপিকে ভোট দিবে। মনে রাখতে হবে ১৯৯১ সালে বিএনপি জামাতের সমর্থনে ক্ষমতায় এসে ভাষা সৈনিক গোলাম আজমকে ফাসি দিতে ছেয়েছিল। কিন্তু নির্বিক বিচারপতি হাবিবুর রহমানের জন্য পারে নি।

এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তবে জামাত নেতাদের ফাসি দিযে দিবে। কারন কাদের মোল্লার ফাসির পর সারা বিশ্ব নিন্দা জানালেও বিএনপি জানায় নি। বরং বিশ্ববাসি নিন্দা জানানোর জন্য খালেদা মর্মাহত।

শুধু জামাত নয় গতকালকের সমাবেশে কর্নেল অলি বক্তব্য রাখলেও কোন ইসলামী দলের নেতাকে বক্তব্য রাখতে দেয় নি।

তারমানে বিএনপি ক্ষমতায় আসলে চুরি ডাকাতিতে বালের জায়গায় বিএনপির নাম যুক্ত হবে আর ইসলাম বিরোধী কাজ আগের মত চলতে থাকবে। মদজোয়ার লাইসেন্স, নতুন কুড়ি, পতিতা বৃত্তি সহ অসংখ্য ইসলাম বিরোধী কাজ বিএনপি করেছে। তসলিমার জন্য গুলি করে আরমানকে শহীদ করেছিল। হান্নান শাহ ইসলামী জনতার উপর গাড়ি চালিয়ে দিয়েছিল।

জামাতকে এখন সকল ইসলামী ও সমমনা দলকে নিয়ে বিকল্প জোট করতে হবে। আর বিএনপির সাথে সমযোতা হলে ১৫০/১৫০ অনুপাতে জামাত জোট ও বিএনপি জোটকে আসন ভাগাভাগি করতে হবে। অথবা ৭৫ আসনে জামাত জোট কোন প্রার্থী দেবে না। অন্য দিকে বিএনপি জোট ৭৫ আসনে কোন প্রার্থী দেবে না। বাকি আসন উন্মোক্ত থাকবে। যেমন কর্ণেল অলী এবং শাহজাহানের মধ্যে নির্বাচন হয়েছিল।

জামাতের সাথে অন্যান্ন ইসলামী দলের বিরোধ মূলত আবুল আলা মওদুদী র. বিভীন্ন পুস্তক। তাই জামাতকে আপাতত সকল মওদুদী গ্রন্থ স্থগিত করতে হবে। যেহেতু জামাত আল্লাহর আইন চাই কথাটি বাদ দিয়েছে নিবন্ধুন লাভের জন্য তাই দেশের স্বার্থে দীনের স্বার্থে জামাতকে মওদুদী গ্রন্থ স্থগিত করলে খুব বড় ক্ষতি হবে না। সময় থাকতে জামাতকে উদ্যোগ নিতে হবে।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165391
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মনগড়া কিছু না বলাই বোধ হয় ভাল।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
119570
আহমদ মুসা লিখেছেন : আপনার সাথে আমিও একমত
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
119603
তায়িফ লিখেছেন : সময় থাকতে ব্যবস্থা নিতে হবে। ৯১ এর আদালত এখন আর নেই।
165392
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
বড়মামা লিখেছেন : বই পড়ার অধিকার সবার আছে জামাত একথাতো বলেনা যে মদুদীর আইন,মত,আদর্শ বাস্তবায়ন করবে ।এটা একটা ফালতু শর্ত।
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩০
119602
তায়িফ লিখেছেন : আপনি কি হুদায় বিয়ার চুক্তির ইতিহাস পড়েননি?
165393
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাংলাদেশে নতুন মহাপন্ডিত কখন নাজিল হল? মনে হয় নুনুর গোড়ায় নতুন বাল গজাইছে।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
119574
মেধাবিকাশ লিখেছেন : ভাই আপনার মন্তব্য বুঝি নাই, বুঝাইয়া কন।
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
119585
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি এই পোস্টে কমেন্ট করার আগে সংশ্লিষ্ট লেখকের আরো দুয়েকটি লেখা চেক করে মনোযোগ সহকারে পড়েই মন্তব্যে করেছি।
যা বলার কইয়া দিলুম। বুঝলে বুঝেন, না বুঝলে মাথার গিলুটিন পদার্থের মাত্রা কমিয়ে দেন। গ্যাঞ্জাম একদম চলে যাবে।
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
119601
তায়িফ লিখেছেন : ১৫ ই আগস্ট বীর মুক্তিযুদ্ধারা জাতিকে নাজাত দিয়েছিল। আর জিয়াউর রহমান হাসিনাকে বাংলাদেশে এনে গজব দিয়েছে।
165410
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
সঠিক ইসলাম লিখেছেন : জামাত সকল ইসলামী দলকে আহবান করতে পারে যে, কি কি শর্তে তারা জামাতকে সাপোর্ট করবে, সকল ইসলামী দল এক হবার সুযোগ থাকলে বি এন পি কে বর্জন করলেই মনে হয় জামাতের জন্য কল্যাণকর হবে !
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
119599
তায়িফ লিখেছেন : সহমত
165415
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিএনপি যা করেছে সেটা দু দলের সম্মতিক্রমে একটি কৌশলমাত্র। এ কৌশলেই এগুতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
119598
তায়িফ লিখেছেন : দেখেন জমিয়তসহ আরো কিচুদল ১২ দলে আছে আবার ১৮ দলে আছে। জামাতের উচিত শক্তিশালী বিকল্পজোট করা। বিএনপি পরিক্ষীত বেঈমান। বেতার টিভির স্বায়ত্ব শাসন দেয়নি। ঘোষনা দিয়ে কওমি সনদের স্বীকৃতি দেয়নি। বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য আর জামাতের রজানীতি ইসলামের জন্য। বিএনপি যে ক্ষমতায় গিয়ে জামাতের সাথে বেঈমানি করবে না তার নিশ্চয়তা কি?
165461
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
119633
তায়িফ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
165660
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৪৩
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমি কিছুটা হলে ও সহমত পোষণ করছি।
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
120084
তায়িফ লিখেছেন : সহমতের জন্য ধন্যবাদ।
165670
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৫৯
মনসুর আহামেদ লিখেছেন : জামাতকে আপাতত সকল মওদুদী বই বাদ
দিতে হবে!!!! বাকী মোল্লারা ইসলাম বুঝে।
বাংলাদেশে যে সমস্ত মোল্লা আছেন, তারা
হারাম কে হালাল করে। পরের কান্দে খাওয়া
এক ধরনের পরজিবী মানুষ।
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
120086
তায়িফ লিখেছেন : নিবন্ধন লাভের জন্য আল্লাহর আইন চাই বাদ দেয়া হয়েছে। দেশের স্বার্থে দ্বীনের স্বার্থে এটা তেমন কঠিন কোন কাজ না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File