গণমাধ্যমের উপর হাত দিয়ে আড়াই দলীয় জোট ঠিকতে পারে নি। বালও ঠিকতে পারবে না।

লিখেছেন লিখেছেন তায়িফ ১৭ জানুয়ারি, ২০১৪, ১১:০৭:১৫ রাত

আড়াই দলীয় জোটের দুদলীয় সরকার জিয়াউর রহমানের জন্মদিন প্রচার না করায় বন্ধ করে দিয়েছিল একুশে টিভি। শুধু তাই নয় কেউ যাতে পরবর্তীতে কোন টিভি চ্যানেলকে টেরিস্ট্ররিয়াল সম্প্রচারের অনুমতি দিতে না পারে এমন একটা জঘন্য আইন করে গিয়েছিল বিএনপি জামাত। ইনকিলাব সম্পাদকের উপর হামলা করেছিল শিবির। এসব করে দুদলীয় সরকার ঠিকতে পারে নি। আমারদেশ, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি দিগন্ত টিভি, অবশেষে ইনকিলাব বন্ধ করে বাল সরকারও টিকতে পারবে না। বিম্পি জামাতের মত তাদেরও করুন বিদায় নিতে হবে।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163738
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:০০
মাটিরলাঠি লিখেছেন : আড়াই দলীয় জোটের দুদলীয় সরকার জিয়াউর রহমানের জন্মদিন প্রচার না করায় বন্ধ করে দিয়েছিল একুশে টিভি ??
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৮
117957
তায়িফ লিখেছেন : আড়াই দলীয় জোটের মত করুন অবস্তা হবে বাল সরকারেরও
163805
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৮
হতভাগা লিখেছেন : টেরেস্ট্রিয়ালের সুবিধা একমাত্র রাষ্ট্রীয় টিভিরই অধিকার ।

কিন্তু একুশেকে তা দেওয়া হয়েছিল আইনের বিপরীতে গিয়ে ।

একুশের আগে মনে হয় চ্যানেল আই ও এটিএন ছিল । সে গুলো ডিশের কানেকশন ছাড়া দেখা যেত না আর একুশে সাধারন এরিয়ালেই দেখা যেত ।

চ্যানেল আই , এটিএন যেটা পেল না সেটা একুশে পেল কেমন করে ?

জিয়ার জন্মদিন ছিল জানুয়ারীতে আর একুশে বন্ধ হইছে আগস্টের একেবারে শেষে ।

কেমনে কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File