বসুন্ধরাকে না বলুন

লিখেছেন লিখেছেন তায়িফ ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৪:৫৩ রাত



' বসুন্ধারার প্রডাক্ট বর্জন করুন

সরকারকে সবচয়ে বেশি সযোগিতা করছে বসুন্ধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। বসুন্ধারার খারাপ সময়ে নয়াদিগন্ত ও আমারদেশ এর পাশে দাড়িয়েছিলো। আজ তার প্রতিফল দিচ্ছে বসুন্ধারা। প্রথম আলো রেখে ঢেকে করছে কিন্তূ বসুন্ধারা!!

জামাত বি এন পির প্রায় ৮ কোটি সমর্থক বাংলাদেশে। আমরা ওদের প্রডাক্ট বর্জন করলে বিশাল ধাক্কা খাবে!! এটা কাজে লাগাতে হবে। '- শাকিল আনোয়ার

বসুন্ধরা গ্রুপের চ্যায়ার ম্যানের বিদ্যুত বিল নাকি ১২০০০ টাকা পরে তদন্তে দেখা যায় ২০০০০০/৩০০০০০ টাকা মাসে। উনার পুত্রের খুনের ঘটনা ধামাচাপা দিতে বাবরকে ২০০০০০০০ টাকা ঘুষ দিয়ে ধরা খান। তাছাড়া ভূমি খেকো এই গ্রুপের বিরুদ্ধে কেরানীগঞ্জে মানুষ জীবন দিয়েছে।



১.ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাঃ) লিমিটেড

২.বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড

৩.মেঘনা সিমেন্ট মিল্‌স লিমিটেড

৪.বসুন্ধরা পেপার মিল্‌স লিমিটেড

৫.বিএনডিবিল

৬.বসুন্ধরা টিস্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেড

৭.বসুন্ধরা স্টিল কমপ্লেক্স লিমিটেড

৮.বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড

৯.বসুন্ধরা টেকনোলজিস লিমিটেড

১০.বসুন্ধরা সিমেন্ট স্যাক প্ল্যান্ট

১১.বসুন্ধরা ট্রেডিং কোম্পানি লিমিটেড

১২.বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড

১৩.পেভার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট

১৪.বসুন্ধরা কম অ্যান্ড নেটওয়ার্কস লিমিটেড

১৫.টগি ওয়ার্ল্ড

১৬.বসুন্ধরা লজিস্টিক্‌স লিমিটেড

১৭.বসুন্ধরা শিপিং লিমিটেড

তাছাড়া বসুন্ধরার আরোও পর্ণ আছে।সবচেয়ে বেশী ব্যবহার হয় বসুন্ধরা টিস্যু

বসুন্ধরার এসব পর্ণ বর্জন করা এবং জনগণকে তা করতে উত্সাহ দেওয়া । যখন পেতে টান পরবে তখন বসুন্ধর লেজ সোজা করে দাড়িয়ে থাকবে।

বিষয়: বিবিধ

১৫৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File