নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের এই রক্ত বৃথা যাবে না।

লিখেছেন লিখেছেন তায়িফ ০৯ আগস্ট, ২০১৩, ০১:২১:৩০ রাত

জামাত শিবিরের কর্মীদের যতই কুপিয়ে মার। নেতাদের ফাসি দাও কোন লাভ হবে না। বিএনপির জনসমর্থন চলে যাক জনগণ প্রত্যাখ্যান করুক কোন লাভ হবে। আরিফের মত সন্ত্রাসী মন্নানের মত হাজিদের টাকা চুর দিয়ে জামাত শিবির সত্ লোকের শাসন আর মওদুদের মত মালখোর জ্ঞানপাপী দিয়ে আল্লাহর আই প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশা্অল্লাহ। জনগণের সম্পদ বিদেশে পাচার কারী খাম্বা বাবা জামাত শিবিরের মাঝে আবার ফিরে আসবে। ৯০ তিন দলের রুপরেখায় জামাত বিএনপি বাল সাইন করেছিল। এতে পরিষ্কার উল্লেখ ছিল বেতার টিভির স্বায়ত্ব শাসন। কিন্তু বিএনপি জামাত বাল সবাই ভুলে গেছে। শিবিরের এত গুলো মানুষ পাখির মত মরতেছে। তাদের ঈদ নেই, পড়াশোনা করতে পারে না। তাদের একমাত্র লক্ষ্য খালেদাকে ক্ষমতায় বসানো। আপনি কি শুনেছেন জামাতের কোন কর্মী মজলিস, শাসনতন্ত্র বা জাপার কাছে বৃহত্ ইসলামী ঐক্য গঠনের প্রস্তাব নিয়ে গেছেন ? না শোনেন নি। তাহলে শুনুন নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের এই রক্ত বৃথা যাবে না।

বিষয়: বিবিধ

১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File