পল্লীবন্ধুকে নিয়ে বাল বিম্পির এই খেলা বন্ধ হোক।
লিখেছেন লিখেছেন তায়িফ ০৫ জুলাই, ২০১৩, ০১:০৬:৩২ রাত
বিজ্ঞজনরা বলেন বাল বিম্পির আমল থেকে পল্লী বন্ধুর আমল হাজার গুণ ভাল ছিল। পল্লীবন্ধূ হানাহানি চাননি বলে শাহাবউদ্দিনের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।কিন্তু বেঈমান শাহাবউদ্দি মাসুম শিশু ও স্ত্রী সহ পল্লীবন্ধুকে গ্রেফতার করে। বিম্পির পুরো শাসন আমলে পল্লী বন্ধুকে কারাগারের অন্ধকারে থাকতে হয়। ৫ টি আসন থেকে নির্বাচিত হওয়ার পরও তাকে মুক্তি দেয় নি বিম্পি। কিন্তু ১৯৯৬ এর নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়ে বিএনপি কারাগারে হাজির হয়। কিন্তু পল্লীবন্ধু ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। বালকে সাপোর্ট দিয়ে ঐক্যমত্যের সরকার গঠণ করেন। কিন্তু যখন বাল সীমা অতিক্রম করে তখন গঠণ করেন ৪ দলীয় ঐক্যজোট।লাঙ্গল প্রতীক রক্ষার জন্য সংসদে গেলে বিম্পি জাপাকে বের করে দেয় যেন বিম্পি জামাত বেশী আসন পায়।চুরি ডাকাতি করে যখন বিম্পি জামাত দেউলিয়া তখন তারেক রহমান পল্লীবন্ধু সরণাপন্ন হন। কিন্তু জনমতের বিপক্ষে না গিয়ে মজলিস , আল ইসলাহ, সহ ৬ টি ইসলামী দলকে সাথে মহাজোট গঠণ করেন। বিম্পি জামাত মহাজোটের সাথে গো হারা হারে। আবার যখন বাল সরকার দেশ জাতি ও ধর্মের বিরুদ্ধে অবস্তান নিয়েছে তখন তিনি ১৮ দল কে সমর্থন দিয়েছেন। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসাবে তিনি ৫ ই মে এর আলেম হত্যাকারীদের পক্ষে যান নি। কিন্তু বিম্পি সরকারের দায়ের করা পুরনো মামলায় হত্যা ভয় দেখিয়ে বাল আজকে পল্লী বন্ধুকে আজমইত্যাকে সমর্থন দিতে বাধ্য করেছে। সাথে সাথে জামাত পল্লীবন্ধুকে গালাগালি শুরু করে দিয়েছে অথচ এই মূহুর্তে সকলের পল্লীবন্ধূর পাশে দাড়ানো উচিত ছিল। জামাত সবসময় চায় না জাপা ১৮ দলে আসুক। শুধু জাপা নয় বালের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। জামাতের উচিত পল্লীবন্ধু বাশের কেল্লায় কে গালাগালি না করে। বিএনপির সাথে ৫০/৫০ আসন চাওয়া। কারন বিএনপি যদি একা ১৫১ টি আসন পায় তবে তারা আগের দুইবারের মত সৈরাচারী হয়ে বালের হাতে আবার ক্ষমতা দিয়ে দিবে। ক্ষমতায় গেলে পল্লী বন্ধুর উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।সবাই ধৈর্য ধরেন । পল্লীবন্ধুকে নিয়ে বাল বিম্পির এই খেলা বন্ধ হোক।
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন