খতমে ইউনুস, এক লক্ষ পঁচিশ হাজার বার দুআ ইউনুস
লিখেছেন লিখেছেন সালাম আজাদী ২৫ অক্টোবর, ২০১৫, ০২:৪০:০৬ দুপুর
ভূমধ্য সাগরে তিনি জাহাজে চড়ে বসেছেন প্রায় ২০০০ মাইল দূরে কোথাও যাবেন। জাহাজে বসেই আকাশ থেকে জানতে পারলেন আল্লাহ তাঁর কাওম এর ঈমান আনা, কান্নাকাটা সহ তৌবা এবং গোটা জাতির একট্টা হয়ে ক্ষমা চাওয়া কবুল করেছেন। তাদের অবধারিত আযাব থেকে রেহায় দিয়েছেন। তারা এই সময় তাদের নবী ইউনুস (আ) কে নাকি খুব খুঁজেছেন।
তিনি মনে কষ্ট পেলেন। ভাবলেন, আহারে, আমার এই ভাবে চলে আসাটা ঠিক হয়নি, আরেকটু দেরি করলে জাতির সবাই তার কাছ থেকেই ইসলাম শিখতে পারতো।
ভূমধ্যসাগরের বেশ গভিরে জাহাজ। ঝড় উঠলো। জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। সেকালের ধর্মীয় ও প্রচলিত নিয়মে একজন কে সাগরে ফেলে দেয়ার সিদ্ধান্ত নিলো যাত্রী ও ক্যাপ্টেন ক্রুরা। প্যাসেঞ্জার দের নাম দিয়ে লটারি শুরু হলো। তৃতীয় বারেও নাম উঠলো ইউনুস (আ)। সবাই থতমত, হত বিহবল। তিনি নিজেই এগিয়ে এলেন, তাঁকে ফেলে দেয়ার নির্দেশ দিলেন। আল্লাহর পরীক্ষায় তাকে পাস করতে হবে!!
তিমির পেটে গেলেন। তিনি দিন ধরে পাকস্থলীর এসিডে প্রায় হাড় থেকে গোস্ত খসে পড়ার মত। আঁধারে ঢাকা তিনি, এসিডের আস্তর, পাকস্থলীর আবরণ, মছের পেটের চামড়া, গভীর পানির আঁধার ও রাতের গভীর নিকষ কালোর মাঝে ভাষা কি আর থাকতে পারে??!
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যালিমীন...... তুমি ছাড়া সত্য মাবূদ কেও নেই...... তোমার কোন দূর্বলতা নেই আল্লাহ......... আমি যালিমদের কাতারে চলে গেছি......
এখনো এই কথা গুলো যদি কেও এই একবার বিশ্বাস করে বলে, ইউনুস (আ) এর মত বিপদেও সে শুনতে পাবে 'তোমার ডাকে আমি সাড়া দিলাম, বিপদে আমি রক্ষা করলাম, এভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি'।
মুসলমানরা এত পাগল, এই কথা গুলো ইউনুসের (আ) মত না বলে পাগলের মত এক লাখ পঁচিশ হাজার বার পড়িয়ে নেয় হুজুর ধরে, ভাবে এতেই তার বিপদ যাবে............... পাগলেরা জানেনা ইউনুসের (আ) একবার বলা কথা গুলোর মত ওদের কথা হয়না বলে ১২৫০০০ এও কাজ হয়না
বিষয়: সাহিত্য
৪২৪৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাগলেরা জানেনা... -
আমিইবা কতটুকু আস্থার সাথে বলতে পারি
বিভ্রান্তি থেকে ফিরে আসুক আমাদের ভাই-বোনগণ এই দোআ রইলো। আপনাকে শুকরিয়া বিষয়টি নিয়ে আলোচনার জন্য!
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
জাযাকাল্লাহু খাইরান
ধন্যবাদ, স্যার।
মন্তব্য করতে লগইন করুন